বিএ অনার্স ইসলামিক স্টাডিজ ২য় বর্ষ - পরীক্ষা-২০১৬ - বিষয় - আল কুরআন পরিচিতি
[২০১৩-২০১৪ সালের সিলেবাস অনুযায়ী।
Introduction Knowledge of Quran
বিষয় কোড: ২২১৮০১
পূর্ণমান: ৮০
সময়: ৩ ঘণ্টা ৩০ মিনিট
ক বিভাগ
১. যে কোনো ১০টি প্রশ্নের উত্তর দাও : ১০ × ১ = ১০
ক. সূরা শব্দের অর্থ কী?
[What is the meaning
of the word 'Surah'?]
খ. আকসামুল কুরআন অর্থ কী?
[What is the meaning
of 'Aqsamul Quran'?]
গ. কুরআন মাজীদ কত বছর ধরে নাযিল হয়?
[For how many years
the Holy Quran was being revealed?]
ঘ. কাকে তরজুমানুল কুরআন বলা হয়?
[Whom called
Tarzumanul Quran?]
৬. 'আল-ফুরকান' অর্থ কী?
[What is the menaing
of 'Al-Furqan'?]
চ. 'আল হিকমা' অর্থ কী?
[What is the meaning
of 'Al-' Hikma'?]
ছ. ইসলামী শরীআতের প্রথম উৎস কী?
[What is the first
source of Islamic Shariah?]
জ. খলীফা শব্দের অর্থ কী?
[What is meant by
the word Khalipha?]
ঝ. النور kব্দের অর্থ কী?
]What is the meaning
of the word الو .
ঞ.আলাহ তায়ালার নিকট সবচেয়ে সম্মানিত কে?
[Who is the most honoured by Almighty Allah?]
القرآن الحكيم .
]What is the meaning
of القرآن الحكيم
لوح محفوظ لا لوح محفوظ
What is
খ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও: ৫×8= 20
২. আল-কুরআনের সংজ্ঞা দাও। [Define Al-Quran.]
৩. ওহী বলতে কী বুঝায়? ওহী কত প্রকার ও কী কী?
[What is meant by
Ohi? How many kinds of Ohi and What are they?] ৪. কুরআনের আলোকে মানুষের মর্যাদা লিখ।
[Write the dignity
of man in the light of the Holy Quran.]
৫. আল-কুরআনের পাঁচটি প্রধান বৈশিষ্ট্য বর্ণনা কর।
[Narrate the five
man characteristics of Al-Quran.]
৬. আল-কুরআনের আলোকে যাকাতের গুরুত্ব বর্ণনা কর।
[Describe the
importance of Zakat in the light of the Holy Quran.]
৭. মানব জীবনে কুরআন শিক্ষার গুরুত্ব লিখ।
[Write the
importance of teaching of the Holy Quran.]
৮. 'ফাতহুম মুবীন' দ্বারা কী বুঝানো হয়েছে?
[What is meant by
'Fathum Mubin'?]
৯. মাক্কী ও মাদানী সূরা কাকে বলে?
[What is Makki Surah
and Madani Surah?]
গ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও: ৫ × ১০ = ৫০
১০. আদর্শ সমাজ গঠনে কুরআনের শিক্ষা বর্ণনা কর।
[Describe the
teaching of the Holy Quran to build an ideal society.]
১১. পবিত্র কুরআন সংগ্রহ ও সংরক্ষণের একটি বিবরণ দাও। [Give the
description of the collection and preservation of the Holy Quran.]
১২. কুরআন মাজীদের অর্থ নিরূপণে اسباب النزول এর গুরুত্ব যথাযথ উদাহরণসহ আলোচনা কর।
]Discuss with
appropriate examples significance of اسباب النزول in ascertaining the
meaning of the verses
of the Holy Quran.]
১৩. মানব জীবনে শান্তি প্রতিষ্ঠায় আল-কুরআনের ভূমিকা আলোচনা কর।
[Discuss the role of
Al-Quran in establishing peace in human life.]
১৪. কুরআনের আলোকে মুনাফিকদের পরিণতি আলোচনা কর।
]Discuss the results
of مُنَافِقُ in the light of the Holy Quran.[
১৫. কুরআন মাজীদলব্ধ প্রধান প্রধান জ্ঞান-বিজ্ঞান উলেখ কর।
[Mention the main
sciences acquired from the Holy Quran.]
১৬. কুরআন মাজীদের সূরাসমূহের ترتیب ও এর ভিত্তি সম্পর্কে বিস্তারিত বর্ণনা কর।
]Elaborately discuss
ترتیب of Suras of Holy Quran and its basis.[
১৭. বাংলা ভাষায় কুরআন চর্চার সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা কর।
[Write the brief history of the Quranic study in Bengali.]
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url