বিএ অনার্স ইসলামিক স্টাডিজ ২য় বর্ষ - পরীক্ষা-২০১৪ - বিষয় - আল কুরআন পরিচিতি

বিএ অনার্স ইসলামিক স্টাডিজ ২য় বর্ষ - পরীক্ষা-২০১৪ - বিষয় - আল কুরআন পরিচিতি BA Honors Islamic Studies 2nd Year - Exam-2014 - Subject - Introduction to Al Quran

পরীক্ষা-২০১৪ [অনুষ্ঠিত হয়েছে-২০১৬]

ইসলামিক স্টাডিজ

Introductory Knowledge of Quran

বিষয় কোড: ২২১৮০১

সময়: ঘণ্টা    পূর্ণমান: ৮০

. যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও: ১০ × = ১০

-বিভাগ

. "القُرْآن" অর্থ কী?

]What is the meaning of "القرآن" ?[

উত্তর: পঠন, পঠিত, একত্রিত করা, সংগ্রহ করা ইত্যাদি।

. কুরআন কোন রাত্রিতে নাযিল হয়?

[In which night did the Holy Quran reveal?]

উত্তর: ক্বদরের রাত্রিতে।

. "أية" অর্থ কী?

]What is the meaning of "آية"?[

উত্তর: চিহ্ন, নিদর্শন ইত্যাদি।

. মাক্কী সূরা কয়টি?

[How many Surahs are Makki?]

উত্তর: ৮৬টি বা ৮৪টি বা ৯২টি।

. মাদানী সূরা কয়টি?

[How many Surahs are Madani?]

উত্তর: ২৮টি, ৩০টি বা ২২টি।

. কোন সূরা "أُرُ الْقُرْآنِ"বলা হয়?

]Which Surah is called " أُمَّ الْقُرْآنِ"

উত্তর: সূরা ফাতিহাকে।

. জামিউল কুরআন কাকে বলা হয়?

[Who is called Zamiul Quran?]

উত্তর: হযরত উসমান (রা) কে।

. অহি" أهي"অর্থ কী?

[What is the meaning of " أهي"?]

উত্তর: গোপনে জানিয়ে দেয়া, ইঙ্গিত করা ইত্যাদি।

. আল-কুরআনে মোট সূরা কয়টি?

[How many Surahs are there in the Holy Quran?]

উত্তর: ১১৪টি

"أَسْبَابُ النُّزُولِ" .

? أَسْبَابُ النُّزُولِ " What is the meaning of

উত্তর: অবতরণের কারণ বা প্রেক্ষাপট

. আল-কুরআন কোথায় সংরক্ষিত ছিল?

[Where the Holy Quran was Preserved?]

উত্তর: লাওহে মাহফুজে।

. নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদাত কোনটি?

[Which prayer is the best among Nafal Prayers?]

উত্তর: কুরআন তিলাওয়াত করা।

-বিভাগ

যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও:  ×=২০

. ওহী নাযিলের পদ্ধতি কয়টি কী কী?

[How many methods of revealing Wahi and What are they?]

. মাক্কী সূরার বৈশিষ্ট্য বর্ণনা কর।

[Narrate the characteristics of Surah-Makki.j

. আল-কুরআন পর্যায়ক্রমে নাযিল হয়েছে কেন? আলোচনা কর।

[Why did the Holy Quran Reveal Gradually? Discuss.]

. মাদানী সূরার বৈশিষ্ট্য বর্ণনা কর।

[Describe the characteristics of Surah-Madani.]

. বিজ্ঞান সম্পর্কিত দুটি আয়াতের অর্থ লিখ।

[Write the meaning of two verses regarding scjence.]

. অর্থসহ আল-কুরআনের পাঁচটি নাম লিখ।

[Write the five names of the Holy Quran with meaning.]

. সংক্ষেপে কুরআন শিক্ষার গুরুত্ব বর্ণনা কর।

[Describe in brief the Importance of Quranic Study.]

. কুরআনের আলোকে সালাতের গুরুত্ব বর্ণনা কর।

[Describe the importance of Salah in the light of the Holy Quran.]

যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও: × ১০ = ৫০

-বিভাগ

১০. "আল-কুরআন সর্বশেষ আসমানী কিতাব"-প্রমাণ কর।

[ "The Holy Quran is the last Asmani Kitab"-Prove.] ১১. আল-কুরআনের আলোকে মানব সৃষ্টির ইতিহাস বর্ণনা কর।

[Descrive the History of creation of Human being in the light of the Holy Quran.]

১২. কুরআন সংকলনের ইতিহাস বর্ণনা কর।

[Narrate the History of Compilation of the Holy Quran.]

أحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَوا" جاد" আয়াতটির ব্যাখ্যা কর।

أَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الربوا" Explain the verse]

১৪. মানব জীবনে কুরআনের শিক্ষার গুরুত্ব আলোচনা কর।

[Discuss the importance of teaching of the Holy Quran in Human life.]

১৫. আদর্শ পরিবার গঠনে কুরআনের শিক্ষা বর্ণনা কর।

[Describe the teaching of the Holy Quran to build an ideal family.]

১৬. আল- কুরআনে বর্ণিত নৈতিক সামাজিক বিধানাবলি আলোচনা কর।

[Discuss the Moral and Social laws as described in the Holy Quran.]

১৭. বাংলাদেশে কুরআন চর্চার উপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লিখ।

[Write a short note on the Quranic Study in Bangladesh.]

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url