বিএ অনার্স ইসলামিক স্টাডিজ ২য় বর্ষ - পরীক্ষা-২০১৪ - বিষয় - আল কুরআন পরিচিতি
পরীক্ষা-২০১৪ [অনুষ্ঠিত হয়েছে-২০১৬]
ইসলামিক স্টাডিজ
Introductory Knowledge of Quran
বিষয় কোড: ২২১৮০১
সময়: ৪ ঘণ্টা পূর্ণমান: ৮০
১. যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও: ১০ × ১ = ১০
ক-বিভাগ
ক. "القُرْآن" অর্থ কী?
]What is the meaning
of "القرآن" ?[
উত্তর: পঠন, পঠিত, একত্রিত করা, সংগ্রহ করা ইত্যাদি।
খ. কুরআন কোন রাত্রিতে নাযিল হয়?
[In which night did
the Holy Quran reveal?]
উত্তর: ক্বদরের রাত্রিতে।
গ. "أية" অর্থ কী?
]What is the meaning
of "آية"?[
উত্তর: চিহ্ন, নিদর্শন ইত্যাদি।
ঘ. মাক্কী সূরা কয়টি?
[How many Surahs are
Makki?]
উত্তর: ৮৬টি বা ৮৪টি বা ৯২টি।
৩. মাদানী সূরা কয়টি?
[How many Surahs are
Madani?]
উত্তর: ২৮টি, ৩০টি বা ২২টি।
চ. কোন সূরা "أُرُ الْقُرْآنِ"বলা হয়?
]Which Surah is
called " أُمَّ الْقُرْآنِ"
উত্তর: সূরা ফাতিহাকে।
ছ. জামিউল কুরআন কাকে বলা হয়?
[Who is called
Zamiul Quran?]
উত্তর: হযরত উসমান (রা) কে।
জ. অহি" أهي"অর্থ কী?
[What is the meaning
of " أهي"?]
উত্তর: গোপনে জানিয়ে দেয়া, ইঙ্গিত করা ইত্যাদি।
ঝ. আল-কুরআনে মোট সূরা কয়টি?
[How many Surahs are
there in the Holy Quran?]
উত্তর: ১১৪টি
"أَسْبَابُ النُّزُولِ"
.
? أَسْبَابُ النُّزُولِ
" What is the meaning of
উত্তর: অবতরণের কারণ বা প্রেক্ষাপট
ট. আল-কুরআন কোথায় সংরক্ষিত ছিল?
[Where the Holy
Quran was Preserved?]
উত্তর: লাওহে মাহফুজে।
১. নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদাত কোনটি?
[Which prayer is the
best among Nafal Prayers?]
উত্তর: কুরআন তিলাওয়াত করা।
খ-বিভাগ
যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও: ৫×৪=২০
২. ওহী নাযিলের পদ্ধতি কয়টি ও কী কী?
[How many methods of
revealing Wahi and What are they?]
৩. মাক্কী সূরার বৈশিষ্ট্য বর্ণনা কর।
[Narrate the
characteristics of Surah-Makki.j
৪ . আল-কুরআন পর্যায়ক্রমে নাযিল হয়েছে কেন? আলোচনা কর।
[Why did the Holy
Quran Reveal Gradually? Discuss.]
৫. মাদানী সূরার বৈশিষ্ট্য বর্ণনা কর।
[Describe the
characteristics of Surah-Madani.]
৬. বিজ্ঞান সম্পর্কিত দুটি আয়াতের অর্থ লিখ।
[Write the meaning
of two verses regarding scjence.]
৭ . অর্থসহ আল-কুরআনের পাঁচটি নাম লিখ।
[Write the five
names of the Holy Quran with meaning.]
৮. সংক্ষেপে কুরআন শিক্ষার গুরুত্ব বর্ণনা কর।
[Describe in brief
the Importance of Quranic Study.]
৯. কুরআনের আলোকে সালাতের গুরুত্ব বর্ণনা কর।
[Describe the
importance of Salah in the light of the Holy Quran.]
যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও: ৫× ১০ = ৫০
গ-বিভাগ
১০. "আল-কুরআন সর্বশেষ আসমানী কিতাব"-প্রমাণ কর।
[ "The Holy
Quran is the last Asmani Kitab"-Prove.] ১১. আল-কুরআনের আলোকে মানব সৃষ্টির ইতিহাস বর্ণনা কর।
[Descrive the
History of creation of Human being in the light of the Holy Quran.]
১২. কুরআন সংকলনের ইতিহাস বর্ণনা কর।
[Narrate the History
of Compilation of the Holy Quran.]
أحَلَّ اللَّهُ الْبَيْعَ
وَحَرَّمَ الرِّبَوا" جاد" আয়াতটির ব্যাখ্যা কর।
أَحَلَّ اللَّهُ الْبَيْعَ
وَحَرَّمَ الربوا" Explain the verse]
১৪. মানব জীবনে কুরআনের শিক্ষার গুরুত্ব আলোচনা কর।
[Discuss the
importance of teaching of the Holy Quran in Human life.]
১৫. আদর্শ পরিবার গঠনে কুরআনের শিক্ষা বর্ণনা কর।
[Describe the
teaching of the Holy Quran to build an ideal family.]
১৬. আল- কুরআনে বর্ণিত নৈতিক ও সামাজিক বিধানাবলি আলোচনা কর।
[Discuss the Moral
and Social laws as described in the Holy Quran.]
১৭. বাংলাদেশে কুরআন চর্চার উপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লিখ।
[Write a short note
on the Quranic Study in Bangladesh.]
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url