বিএ অনার্স ইসলামিক স্টাডিজ ২য় বর্ষ - পরীক্ষা-২০১৭ - বিষয় - আল কুরআন পরিচিতি
পরীক্ষা-২০১৭ [অনুষ্ঠিত-২০১৭]
ইসলামিক স্টাডিজ
(Introduction Knowledge of Quran) বিষয় কোড: ২২১৮০১
সময়: ৩ ঘণ্টা ৩০ মিনিট
ক বিভাগ
পূর্ণমান: ৮০
১. যে কোনো ১০টি প্রশ্নের উত্তর দাও: ১০ × ১ = ১০
ক. আল-কুরআন কোথায় সংরক্ষিত ছিল?
[Where the Holy Quran preserved?]
উত্তর: লাওহে মাহফুজে।
খ. জামিউল কুরআন কাকে বলা হয়?
[Who is called Zamiul Quran?]
উত্তর: হযরত উসমান (রা.) কে।
গ. আল-কুরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি?
[Which Surah is shortest in the Holy Quran?]
উত্তর: সূরা আল কাউছার।
ঘ. কোন সূরাকে সূরাতুশ শিফা বলা হয়?
[Which Surah is called Suratush - Shifa?]
উত্তর: সূরা ফাতিহাকে।
ঙ. আল-কুরআনে মোট সূরা কয়টি?
[How many Surahs are there in the Holy Quran?] উত্তর: ১১৪টি
চ. আল-বুরহান অর্থ কি? [What is the meaning of al-Burhan?] উত্তর: যুক্তি বা প্রমাণ।
ছ. আল-কুরআনের সর্বশেষ সূরা কোনটি?
[Which is the last Surah of al-Quran?]
উত্তর: সূরা আন্ নসর।
জ. মুতাশাবিহ অর্থ কী?
[What is the meaning of Mutashabih?]
উত্তর: অস্পষ্ট আয়াত।
ঝ. ইসলামি জ্ঞানের মূল উৎস কী?
[What is the main source of Islamic khowledge?]
উত্তর: আল-কুরআন।
ঞ. মাদানী সূরা কয়টি?
[How many surahs are Madani?]
উত্তর: ২৮টি, মতান্তরে ২৬টি।
ট. আকসামুল কুরআন কী?
[What is Aqsamul Quran?]
উত্তর: কুরআনের প্রকারভেদ।
ঠ. পবিত্র কুরআনের সর্ববৃহৎ সূরা কোনটি?
[Which is the biggest Surah in the Holy Quran?]
উত্তর: সূরা আল-বাকারা।
খ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও: ৫ × ৪ = ২০
২. কুরআন তেলাওয়াতের ফযিলত বর্ণনা কর।
of recite the Holy Quran.] [Describe the importance of re
৩. অর্থসহ কুরআনের পাঁচটি নাম।
[Write the five names of the Holy Quran with meaning.]
৪. মাক্কী সূরার বৈশিষ্ট্য বর্ণনা কর।
[Narrate the Characteristics of Surah Makki.]
৫. আল-কুরআনের আলোকে সালাতের গুরুত্ব বর্ণনা কর।
[Describe the importance of 'Salat' in the light of the Holy Quran.]
৬. কুরআনের আলোকে রোযার ফযিলত বর্ণনা কর।
[Describe the importance of 'Sawm' in the light of the Holy Quran.]
৭. ওহী নাযিলের পদ্ধতি কয়টি ও কি কি? কোন পদ্ধতি বেশি কষ্টকর ছিল?
[How many methods of revealing wahi and what are they? Which method was
very painful?]
৮. কিতাব ও সহীফা কাকে বলে?
[Define the Kitab and the Sahifa.]
৯. মহানবী (সা.) এর উপর কুরআন সর্বপ্রথম কখন এবং কোথায় অবতীর্ণ হয়?
[At first when and where the Holy Quran was revealed upon the Prophet
(Sm.).]
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও: ৫ × ১০ = ৫০
গ-বিভাগ
১০. "ইসলামি জ্ঞানের মূল উৎস আল-কুরআন"-ব্যাখ্যা কর।
["The Holy Quran is the
Principal Source of Islamic knowledge" - Explain.] উত্তর সংকেত: প্রশ্ন নং-১, পৃষ্ঠা-১০২।
১১. কুরআন সংকলনের ইতিহাস বর্ণনা কর।
Narrate the history of compilation of the Holy Quran.] ১২. আল-কুরআনের আলোকে মানব সৃষ্টির ইতিহাস বর্ণনা কর।
[Describe the History of creation of human being in the light of Holy
Quran.]
১৩. আদর্শ সমাজ গঠনে কুরআনের শিক্ষা বর্ণনা কর
[Describe the teaching of the Holy Quran to build on ideal society.]
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا . يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا Explain the
verse
১৫. আল-কুরআনে বর্ণিত নৈতিক ও সামাজিক বিধানাবলি আলোচনা কর।
[Discuss the moral and Social laws as described in the Holy Quran. ]
১৬. বাংলাদেশে কুরআন চর্চায় ইসলামিক ফাউন্ডেশনের ভূমিকা আলোচনা কর।
[Describe the role of Islamic foundation in the practice of the Holy
Quran in Bangladesh.]
১৭٠ আয়াতটির ব্যাখ্যা কর।
لَا إِكْرَاهَ فِي الدِّيْنِ قَدْ تُبَيِّنَ الرُّشْدُ مِنَ الْغَيْ ]
Explain the verse لَا إِكْرَاهَ فِي الدِّيْنِ قَدْ تَبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيْ
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url