বিএ অনার্স ইসলামিক স্টাডিজ ২য় বর্ষ - পরীক্ষা-২০১৭ - বিষয় - আল কুরআন পরিচিতি

বিএ অনার্স ইসলামিক স্টাডিজ ২য় বর্ষ - পরীক্ষা-২০১৭ - বিষয় - আল কুরআন পরিচিতি BA Honors Islamic Studies 2nd Year - Exam-2017 - Subject - Introduction to Al Quran
পরীক্ষা-২০১৭ [অনুষ্ঠিত-২০১৭]

ইসলামিক স্টাডিজ

(Introduction Knowledge of Quran) বিষয় কোড: ২২১৮০১

সময়: ঘণ্টা ৩০ মিনিট

বিভাগ   পূর্ণমান: ৮০

. যে কোনো ১০টি প্রশ্নের উত্তর দাও: ১০ × = ১০

. আল-কুরআন কোথায় সংরক্ষিত ছিল?

[Where the Holy Quran preserved?]

উত্তর: লাওহে মাহফুজে।

. জামিউল কুরআন কাকে বলা হয়?

[Who is called Zamiul Quran?]

উত্তর: হযরত উসমান (রা.) কে।

. আল-কুরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি?

[Which Surah is shortest in the Holy Quran?]

উত্তর: সূরা আল কাউছার।

. কোন সূরাকে সূরাতুশ শিফা বলা হয়?

[Which Surah is called Suratush - Shifa?]

উত্তর: সূরা ফাতিহাকে।

. আল-কুরআনে মোট সূরা কয়টি?

[How many Surahs are there in the Holy Quran?] উত্তর: ১১৪টি

. আল-বুরহান অর্থ কি? [What is the meaning of al-Burhan?] উত্তর: যুক্তি বা প্রমাণ।

. আল-কুরআনের সর্বশেষ সূরা কোনটি?

[Which is the last Surah of al-Quran?]

উত্তর: সূরা আন্ নসর।

. মুতাশাবিহ অর্থ কী?

[What is the meaning of Mutashabih?]

উত্তর: অস্পষ্ট আয়াত।

. ইসলামি জ্ঞানের মূল উৎস কী?

[What is the main source of Islamic khowledge?]

উত্তর: আল-কুরআন।

. মাদানী সূরা কয়টি?

[How many surahs are Madani?]

উত্তর: ২৮টি, মতান্তরে ২৬টি।

. আকসামুল কুরআন কী?

[What is Aqsamul Quran?]

উত্তর: কুরআনের প্রকারভেদ।

. পবিত্র কুরআনের সর্ববৃহৎ সূরা কোনটি?

[Which is the biggest Surah in the Holy Quran?]

উত্তর: সূরা আল-বাকারা।

-বিভাগ

যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও: × = ২০

. কুরআন তেলাওয়াতের ফযিলত বর্ণনা কর।

of recite the Holy Quran.] [Describe the importance of re

. অর্থসহ কুরআনের পাঁচটি নাম।

[Write the five names of the Holy Quran with meaning.]

. মাক্কী সূরার বৈশিষ্ট্য বর্ণনা কর।

[Narrate the Characteristics of Surah Makki.]

. আল-কুরআনের আলোকে সালাতের গুরুত্ব বর্ণনা কর।

[Describe the importance of 'Salat' in the light of the Holy Quran.]

. কুরআনের আলোকে রোযার ফযিলত বর্ণনা কর।

[Describe the importance of 'Sawm' in the light of the Holy Quran.]

. ওহী নাযিলের পদ্ধতি কয়টি কি কি? কোন পদ্ধতি বেশি কষ্টকর ছিল?

[How many methods of revealing wahi and what are they? Which method was

very painful?]

. কিতাব সহীফা কাকে বলে?

[Define the Kitab and the Sahifa.]

. মহানবী (সা.) এর উপর কুরআন সর্বপ্রথম কখন এবং কোথায় অবতীর্ণ হয়?

[At first when and where the Holy Quran was revealed upon the Prophet (Sm.).]

যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও: × ১০ = ৫০

-বিভাগ

১০. "ইসলামি জ্ঞানের মূল উৎস আল-কুরআন"-ব্যাখ্যা কর।

 ["The Holy Quran is the Principal Source of Islamic knowledge" - Explain.] উত্তর সংকেত: প্রশ্ন নং-, পৃষ্ঠা-১০২।

১১. কুরআন সংকলনের ইতিহাস বর্ণনা কর।

Narrate the history of compilation of the Holy Quran.] ১২. আল-কুরআনের আলোকে মানব সৃষ্টির ইতিহাস বর্ণনা কর।

[Describe the History of creation of human being in the light of Holy Quran.]

১৩. আদর্শ সমাজ গঠনে কুরআনের শিক্ষা বর্ণনা কর

[Describe the teaching of the Holy Quran to build on ideal society.]

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا . يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا Explain the verse

১৫. আল-কুরআনে বর্ণিত নৈতিক সামাজিক বিধানাবলি আলোচনা কর।

[Discuss the moral and Social laws as described in the Holy Quran. ]

১৬. বাংলাদেশে কুরআন চর্চায় ইসলামিক ফাউন্ডেশনের ভূমিকা আলোচনা কর।

[Describe the role of Islamic foundation in the practice of the Holy Quran in Bangladesh.]

১৭٠ আয়াতটির ব্যাখ্যা কর।

لَا إِكْرَاهَ فِي الدِّيْنِ قَدْ تُبَيِّنَ الرُّشْدُ مِنَ الْغَيْ  ]

Explain the verse لَا إِكْرَاهَ فِي الدِّيْنِ قَدْ تَبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيْ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url