বিএ অনার্স ইসলামিক স্টাডিজ ২য় বর্ষ - পরীক্ষা-২০১৮ - বিষয় - আল কুরআন পরিচিতি

বিএ অনার্স ইসলামিক স্টাডিজ ২য় বর্ষ - পরীক্ষা-২০১৮ - বিষয় - আল কুরআন পরিচিতি


পরীক্ষা-২০১৮, অনুষ্ঠিত হয়েছে-২০১৮

ইসলামিক স্টাডিজ

বিষয়: আল কুরআন পরিচিতি (Introductory Knowledge of Quran)

বিষয় কোড: ২২১৮০১

সময়: ঘণ্টা  পূর্ণমান: ৮০

[দ্রষ্টব্য: প্রত্যেক বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]

-বিভাগ

. যে কোনো ১০টি প্রশ্নের উত্তর দাও : ১০ × = ১০

. আল-হুরুফুল মুক্বাত্তায়াত )الْحُرُونُ الْمُقَطَعَةُ( কী?

]What are Huruful Muqatta'ath )الْحُرُونُ الْمُقَطَعَةُ [

উত্তর: পবিত্র কুরআনের ২৯টি সূরার প্রারম্ভে বিচ্ছিন্ন বর্ণাবলি রয়েছে। উক্ত বর্ণাবলিকে হুরুফুল মুক্বাত্তায়াত বলা হয়।

. কুরআন মাজিদ কত বছর যাবৎ নাযিল হয়?

[For how many year's the Holy Quran was being revealed?]

উত্তর: দীর্ঘ ২৩ বছর।

. আল-ফুরকান )اَلْفُرْقان( অর্থ কী?

]What is the meaning of al-Furqan )اَلْفُرْتَانُ(?[

উত্তর: সত্য-মিথ্যার পার্থক্যকারী।

. কোন সূরাকে )أم الْقُرْآن( বলা হয়?

]Which Surah is called )أُمُّ الْقُرْآن( ?[

উত্তর: সূরা ফাতিহাকে।

لَوْحٌ مَحْفُوظ ..

لَوْ مَّحْفُوظ What is]

উত্তর : لَوْحٌ مَحْفُوظ শব্দের অর্থ সুরক্ষিত ফলক। পবিত্র কুরআন সে স্থানে সুরক্ষিত অবস্থায় আল্লাহ। তায়ালা রেখেছেন তাই الَوْحٌ مَحْفُوْظٌ

كَاتِبُ الوَحي ..

]What is the meaning of كَاتِبُ الرّحي ?[

উত্তর: ওহী লেখক।

. মহানবী (.) এর শ্রেষ্ঠ মু'জিযাহ কোনটি?

[Which is the greatest miracle of the great Prophet (Sm.)?] উত্তর: পবিত্র আল কুরআন।

. কাকে তরজুমানুল কুরআন বলা হয়?

[Who was called Tarzumanul Quran?] উত্তর: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) কে।

. নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত কোনটি?

[Which prayer is the best among the Nafal prayers?] উত্তর: পবিত্র কুরআন তিলাওয়াত।

أَسْبَابُ النُّزُولِ .

]What is the meaning of اَسْبَابُ النُّزُوْلِ [

উত্তর: অবতরণের কারণ বা প্রেক্ষাপট।

. শব্দের অর্থ লিখ।

]Write down the meaning of the word رحي?[

উত্তর: গোপনে জানিয়ে দেওয়া, ইশারা বা ইঙ্গিত ইত্যাদি।

. আল-হিকমা অর্থ কী?

[What is the meaning of al-Hikma?]

উত্তর: প্রজ্ঞা, বিচক্ষণতা ইত্যাদি।

-বিভাগ

যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও : x = ২০

. আল-কুরআনের সংজ্ঞা দাও।

[Define al-Quran]

. আল-কুরআন পর্যায়ক্রমে নাযিল হয়েছে কেন? আলোচনা কর।

[Why did the Holy Quran reveal gradually? Discuss.]

. বলতে কী বুঝায়? কত প্রকার কী কী?

]What is meant by وَحْيٌ ? How many kinds of وَحْيٌ and what are they[

. মাক্কী মাদানী সূরার সংজ্ঞা দাও।

[Define Makki and Madani Surah.]

. আল-কুরআন হাদিসে কুদসীর মধ্যে পার্থক্য বিশ্লেষণ কর।

[Analyze the differences between al-Quran and Hadith-e-Qudsi.]

. মানব জীবনে কুরআন শিক্ষার গুরুত্ব আলোচনা কর।

[Discuss the importance of the study of the Holy Quran in human life.]

. আল-কুরআন নাযিলের লক্ষ্য উদ্দেশ্য সংক্ষেপে বর্ণনা কর।

[Describe the aims and objectives of the revelation of the Holy Quran briefly.] . বিজ্ঞান সম্পর্কীয় আল-কুরআনের দুইটি আয়াত অর্থসহ লিখ।

[Write down the two verses of al-Quran with meaning about science.]

-বিভাগ

যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও: × ১০ = ৫০

(ডান পাশের সংখ্যা পূর্ণমান জ্ঞাপক।)

১০. পবিত্র কুরআন সংগ্রহ সংরক্ষণে সাহাবীদের অবদান বর্ণনা কর।

[Describe the contribution of Sahabes (R.) to the collection and preservation the

Holy Quran.]

১১. মানব সৃষ্টির তত্ত্ব সম্পর্কে আল-কুরআনের নির্দেশনা আলোচনা কর।

[Discuss according to the Holy Quran the theory of the creation of human beings.]

১২. اَسْبَابُ النُّزُوْلِ বলতে কী বুঝ? اَسْبَابُ الغُزُوْلِ এর গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা কর।

]What do you mean by أَسْبَابُ النُّزُولِ Explain the importance and necessity of أَسْبَابُ النُّزُولِ

১৩. আদর্শ সমাজ গঠনে কুরআনের শিক্ষা বর্ণনা কর।

[Describe the teaching of the Holy Quran to build an ideal society.]

১৪. কুরআন মাজিদলব্ধ প্রধান প্রধান জ্ঞান-বিজ্ঞান উল্লেখ কর।

[Mention the main sciences acquired from the Holy Quran.]

১৫. মানব জীবনে শান্তি প্রতিষ্ঠায় আল-কুরআনের ভূমিকা আলোচনা কর।

[Discuss the role of al-Quran in establishing peace in human life.]

১৬. আল-কুরআনের আলোকে মানুষের মর্যাদা বর্ণনা কর।

[Narrate the dignity by of human beings in the light of al-Quran.]

১৭. বাংলা ভাষায় কুরআন চর্চার সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা কর।

[Write down the brief history of the Quranic study in Bengaili.]

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url