বিএ অনার্স ইসলামিক স্টাডিজ ২য় বর্ষ - পরীক্ষা-২০১৮ - বিষয় - আল কুরআন পরিচিতি
পরীক্ষা-২০১৮, অনুষ্ঠিত হয়েছে-২০১৮
ইসলামিক স্টাডিজ
বিষয়: আল কুরআন পরিচিতি (Introductory Knowledge of Quran)
বিষয় কোড: ২২১৮০১
সময়: ৪ ঘণ্টা
পূর্ণমান: ৮০
[দ্রষ্টব্য: প্রত্যেক বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]
ক-বিভাগ
১. যে কোনো ১০টি প্রশ্নের উত্তর দাও : ১০ × ১ = ১০
ক. আল-হুরুফুল মুক্বাত্তায়াত )الْحُرُونُ الْمُقَطَعَةُ( কী?
]What are Huruful Muqatta'ath )الْحُرُونُ الْمُقَطَعَةُ [
উত্তর: পবিত্র কুরআনের ২৯টি সূরার প্রারম্ভে বিচ্ছিন্ন বর্ণাবলি রয়েছে। উক্ত বর্ণাবলিকে হুরুফুল মুক্বাত্তায়াত বলা হয়।
খ. কুরআন মাজিদ কত বছর যাবৎ নাযিল হয়?
[For how many year's the Holy Quran was being revealed?]
উত্তর: দীর্ঘ ২৩ বছর।
গ. আল-ফুরকান )اَلْفُرْقان( অর্থ কী?
]What is the meaning of al-Furqan )اَلْفُرْتَانُ(?[
উত্তর: সত্য-মিথ্যার পার্থক্যকারী।
ঘ. কোন সূরাকে )أم الْقُرْآن( বলা হয়?
]Which Surah is called )أُمُّ الْقُرْآن( ?[
উত্তর: সূরা ফাতিহাকে।
لَوْحٌ مَحْفُوظ ..
لَوْ مَّحْفُوظ What is]
উত্তর : لَوْحٌ مَحْفُوظ শব্দের অর্থ সুরক্ষিত ফলক। পবিত্র কুরআন সে স্থানে সুরক্ষিত অবস্থায় আল্লাহ। তায়ালা রেখেছেন তাই الَوْحٌ مَحْفُوْظٌ
كَاتِبُ الوَحي ..
]What is the meaning of كَاتِبُ الرّحي ?[
উত্তর: ওহী লেখক।
ছ. মহানবী (স.) এর শ্রেষ্ঠ মু'জিযাহ কোনটি?
[Which is the greatest miracle of the great Prophet (Sm.)?] উত্তর: পবিত্র আল কুরআন।
জ. কাকে তরজুমানুল কুরআন বলা হয়?
[Who was called Tarzumanul Quran?] উত্তর: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) কে।
ঝ. নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত কোনটি?
[Which prayer is the best among the Nafal prayers?] উত্তর: পবিত্র কুরআন তিলাওয়াত।
أَسْبَابُ النُّزُولِ .
]What is the meaning of اَسْبَابُ النُّزُوْلِ [
উত্তর: অবতরণের কারণ বা প্রেক্ষাপট।
ট. শব্দের অর্থ লিখ।
]Write down the meaning of the word رحي?[
উত্তর: গোপনে জানিয়ে দেওয়া, ইশারা বা ইঙ্গিত ইত্যাদি।
ঠ. আল-হিকমা অর্থ কী?
[What is the meaning of al-Hikma?]
উত্তর: প্রজ্ঞা, বিচক্ষণতা ইত্যাদি।
খ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও : ৪ x ৫ = ২০
২. আল-কুরআনের সংজ্ঞা দাও।
[Define al-Quran]
৩. আল-কুরআন পর্যায়ক্রমে নাযিল হয়েছে কেন? আলোচনা কর।
[Why did the Holy Quran reveal gradually? Discuss.]
৪. বলতে কী বুঝায়? কত প্রকার ও কী কী?
]What is meant by وَحْيٌ ? How many kinds of وَحْيٌ and what are they[
৫. মাক্কী ও মাদানী সূরার সংজ্ঞা দাও।
[Define Makki and Madani Surah.]
৬. আল-কুরআন ও হাদিসে কুদসীর মধ্যে পার্থক্য বিশ্লেষণ কর।
[Analyze the differences between al-Quran and Hadith-e-Qudsi.]
৭. মানব জীবনে কুরআন শিক্ষার গুরুত্ব আলোচনা কর।
[Discuss the importance of the study of the Holy Quran in human life.]
৮. আল-কুরআন নাযিলের লক্ষ্য উদ্দেশ্য সংক্ষেপে বর্ণনা কর।
[Describe the aims and objectives of the revelation of the Holy Quran
briefly.] ৯. বিজ্ঞান সম্পর্কীয় আল-কুরআনের দুইটি আয়াত অর্থসহ লিখ।
[Write down the two verses of al-Quran with meaning about science.]
গ-বিভাগ
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও: ৫ × ১০ = ৫০
(ডান পাশের সংখ্যা পূর্ণমান জ্ঞাপক।)
১০. পবিত্র কুরআন সংগ্রহ ও সংরক্ষণে সাহাবীদের অবদান বর্ণনা কর।
[Describe the contribution of Sahabes (R.) to the collection and
preservation the
Holy Quran.]
১১. মানব সৃষ্টির তত্ত্ব সম্পর্কে আল-কুরআনের নির্দেশনা আলোচনা কর।
[Discuss according to the Holy Quran the theory of the creation of human
beings.]
১২. اَسْبَابُ النُّزُوْلِ বলতে কী বুঝ? اَسْبَابُ الغُزُوْلِ এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর।
]What do you mean by أَسْبَابُ النُّزُولِ Explain the importance and
necessity of أَسْبَابُ النُّزُولِ
১৩. আদর্শ সমাজ গঠনে কুরআনের শিক্ষা বর্ণনা কর।
[Describe the teaching of the Holy Quran to build an ideal society.]
১৪. কুরআন মাজিদলব্ধ প্রধান প্রধান জ্ঞান-বিজ্ঞান উল্লেখ কর।
[Mention the main sciences acquired from the Holy Quran.]
১৫. মানব জীবনে শান্তি প্রতিষ্ঠায় আল-কুরআনের ভূমিকা আলোচনা কর।
[Discuss the role of al-Quran in establishing peace in human life.]
১৬. আল-কুরআনের আলোকে মানুষের মর্যাদা বর্ণনা কর।
[Narrate the dignity by of human beings in the light of al-Quran.]
১৭. বাংলা ভাষায় কুরআন চর্চার সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা কর।
[Write down the brief history of the Quranic study in Bengaili.]
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url