বিএ অনার্স ইসলামিক স্টাডিজ ১ম বর্ষ - পরীক্ষা-২০১৭ - বিষয় - ইসলাম পরিচিতি

বিএ অনার্স ইসলামিক স্টাডিজ ১ম বর্ষ - পরীক্ষা-২০১৭ - বিষয় - ইসলাম পরিচিতি BA Honors Islamic Studies 1st Year - Exam-2017 - Subject - Introduction to Islam
পরীক্ষা-২০১৭ [অনুষ্ঠিত - অক্টোবর, ২০১৭]

ইসলামিক স্টাডিজ

বিষয় - ইসলাম পরিচিতি  Introduction to Islam

বিষয় কোড: ২১১৮০৩

সময়: ঘণ্টা ৩০ মিনিট

-বিভাগ        পূর্ণমান: ৮০

. যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও : ১০ × = ১০

. 'ইসলাম' শব্দের অর্থ কী?

উত্তর: আত্মসমর্পণ, শান্তি।

. 'সালাত' এর আহকাম কয়টি?

উত্তর: সাতটি।

. আখলাক কত প্রকার?

উত্তর: দু প্রকার।

. যাকাত বণ্টনের খাত কয়টি?

উত্তর: আটটি।

. হজ্জের ফরজ কয়টি?

উত্তর: তিনটি।

. 'খিদমতে খালক' কী?

উত্তর: সৃষ্টির সেবা করা।

. হজ কোন মাসে অনুষ্ঠিত হয়?

উত্তর: জিলহাজ্ব মাসে।

. মীকাত কী?

উত্তর: হজ্বের নিয়তে ইহরাম বাঁধার স্থান।

. ইসলামের প্রথম খলিফা কে?

উত্তর: হযরত আবু বকর সিদ্দীক (রা.)

. ইবাদত কী?

উত্তর: আল্লাহর আদেশ-নিষেধ পালন করা, দাসত্ব করা।

. কখন 'সাহরী' খেতে হয়?

উত্তর: সুবহে সাদেকের পূর্বে খেতে হয়।

. 'আদল' শব্দের অর্থ কী?

উত্তর: ন্যায়বিচার করা, সুবিচার করা।

-বিভাগ

যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও: × = ২০

. বিশ্ব ভ্রাতৃত্ব বলতে কী বুঝ?

 [What do you mean by universal brotherhood?]

. সালাতের চারটি ধর্মীয় গুরুত্ব লিখ।

[Write the four religious importances of Salat.]

. সাওমের সামাজিক শিক্ষা বর্ণনা কর।

[Discuss the social teaching of 'Sawm'.]

. হজ্জের ঐতিহাসিক প্রেক্ষাপট সংক্ষেপে লিখ।

[Write the historical background of Hajj in brief.]

. যাকাত বলতে কি বুঝ?

[What do you mean by 'Zakat'?]

. মানুষকে কেন আশরাফুল মাখলুকাত বলা হয়?

[Why is man called 'Ashraful Makhlukat'?]

. 'আমল--সালেহ' বলতে কী বুঝ?

[What do you mean by 'Amal-e-Saleh'?]

. নৈতিকতা বলতে কী বুঝ?

[What do you mean by morality?]

-বিভাগ

যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও: x ১০ = ৫০

১০. কুরআন সুন্নাহর আলোকে প্রমাণ কর যে, "ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা"

[Establish with reference to the Quran and Sunnah that "Islam is the complete code of life".]

- ১১. ব্যক্তি সমাজ জীবনে সালাতের গুরুত্ব আলোচনা কর।

[Discuss the importance of Salat in personal and social life.]

১২. ইসলামি সমাজের বৈশিষ্ট্য আলোচনা কর।

[Discuss the characteristics of Islamic society.]

১৩. আমল বলতে কী বুঝ? এর গুরম্নত্ব প্রয়োজনীয়তা বর্ণনা কর।

[What do you mean by Amal? State its importance and necessity.]

১৪. কিভাবে ইসলামি সমাজ ব্যবস্থায় মানব মর্যাদার নিশ্চয়তা দেয়া হয়েছে? আলোচনা কর।

[How is the human dignity ascertained in social system of Islam? Discuss.]

১৫. নারীর মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামের অবদান মূল্যায়ন কর।

[Evaluate the contribution of Islam towards the establishment of women's dignity.]

১৬. ইসলামী সমাজ বলতে কি বুঝ? ইসলামি সমাজের বৈশিষ্ট্য আলোচনা কর।

[What do you mean by Islamic society? Discuss the Characteristics of Islamic society]

১৭. মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা আলোচনা কর।

[Discuss the role of the Islam towards the establishment of human rights.]


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url