বিএ অনার্স ইসলামিক স্টাডিজ ১ম বর্ষ - পরীক্ষা-২০১৭ - বিষয় - ইসলাম পরিচিতি
পরীক্ষা-২০১৭ [অনুষ্ঠিত - অক্টোবর, ২০১৭]
ইসলামিক স্টাডিজ
বিষয় - ইসলাম পরিচিতি Introduction to Islam
বিষয় কোড: ২১১৮০৩
সময়: ৩ ঘণ্টা ৩০ মিনিট
ক-বিভাগ পূর্ণমান: ৮০
১. যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও : ১০ × ১ = ১০
ক. 'ইসলাম' শব্দের অর্থ কী?
উত্তর: আত্মসমর্পণ, শান্তি।
খ. 'সালাত' এর আহকাম কয়টি?
উত্তর: সাতটি।
গ. আখলাক কত প্রকার?
উত্তর: দু প্রকার।
ঘ. যাকাত বণ্টনের খাত কয়টি?
উত্তর: আটটি।
ও. হজ্জের ফরজ কয়টি?
উত্তর: তিনটি।
চ. 'খিদমতে খালক' কী?
উত্তর: সৃষ্টির সেবা করা।
ছ. হজ কোন মাসে অনুষ্ঠিত হয়?
উত্তর: জিলহাজ্ব মাসে।
জ. মীকাত কী?
উত্তর: হজ্বের নিয়তে ইহরাম বাঁধার স্থান।
ঝ. ইসলামের প্রথম খলিফা কে?
উত্তর: হযরত আবু বকর সিদ্দীক (রা.)
ঞ. ইবাদত কী?
উত্তর: আল্লাহর আদেশ-নিষেধ পালন করা, দাসত্ব করা।
ট. কখন 'সাহরী' খেতে হয়?
উত্তর: সুবহে সাদেকের পূর্বে খেতে হয়।
ঠ. 'আদল' শব্দের অর্থ কী?
উত্তর: ন্যায়বিচার করা, সুবিচার করা।
খ-বিভাগ
যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও: ৫ × ৪ = ২০
২. বিশ্ব ভ্রাতৃত্ব বলতে কী বুঝ?
[What
do you mean by universal brotherhood?]
৩. সালাতের চারটি ধর্মীয় গুরুত্ব লিখ।
[Write the four religious importances of
Salat.]
৪. সাওমের সামাজিক শিক্ষা বর্ণনা কর।
[Discuss the social teaching of 'Sawm'.]
৫. হজ্জের ঐতিহাসিক প্রেক্ষাপট সংক্ষেপে লিখ।
[Write the historical background of Hajj
in brief.]
৬. যাকাত বলতে কি বুঝ?
[What do you mean by 'Zakat'?]
৭. মানুষকে কেন আশরাফুল মাখলুকাত বলা হয়?
[Why is man called 'Ashraful
Makhlukat'?]
৮. 'আমল-ই-সালেহ' বলতে কী বুঝ?
[What do you mean by 'Amal-e-Saleh'?]
৯. নৈতিকতা বলতে কী বুঝ?
[What do you mean by morality?]
গ-বিভাগ
যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও: ৫ x ১০ = ৫০
১০. কুরআন ও সুন্নাহর আলোকে প্রমাণ কর যে, "ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা"।
[Establish with reference to the Quran
and Sunnah that "Islam is the complete code of life".]
- ১১. ব্যক্তি ও সমাজ জীবনে সালাতের গুরুত্ব আলোচনা কর।
[Discuss the importance of Salat in
personal and social life.]
১২. ইসলামি সমাজের বৈশিষ্ট্য আলোচনা কর।
[Discuss the characteristics of Islamic
society.]
১৩. আমল বলতে কী বুঝ? এর গুরম্নত্ব ও প্রয়োজনীয়তা বর্ণনা কর।
[What do you mean by Amal? State its
importance and necessity.]
১৪. কিভাবে ইসলামি সমাজ ব্যবস্থায় মানব মর্যাদার নিশ্চয়তা দেয়া হয়েছে? আলোচনা কর।
[How is the human dignity ascertained in
social system of Islam? Discuss.]
১৫. নারীর মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামের অবদান মূল্যায়ন কর।
[Evaluate the contribution of Islam
towards the establishment of women's dignity.]
১৬. ইসলামী সমাজ বলতে কি বুঝ? ইসলামি সমাজের বৈশিষ্ট্য আলোচনা কর।
[What do you mean by Islamic society?
Discuss the Characteristics of Islamic society]
১৭. মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা আলোচনা কর।
[Discuss the role of the Islam towards the establishment of human rights.]
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url