বিএ অনার্স ইসলামিক স্টাডিজ ১ম বর্ষ - পরীক্ষা-২০১৬ - বিষয় - ইসলাম পরিচিতি
[২০১৩-২০১৪ সালের সিলেবাস অনুযায়ী]
বিএ অনার্স প্রথম বর্ষ - পরীক্ষা-২০১৬ [অনুষ্ঠিত - নভেম্বর, ২০১৬]
ইসলামিক স্টাডিজ
বিষয় - ইসলাম পরিচিতি বিষয় কোড: ২১১৮০৩
সময়- ৪ ঘণ্টা পূর্ণমান-৮০
সময়: ৩ ঘণ্টা ৩০ মিনিট
ক-বিভাগ
১. যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও: ১০ × ১ = ১০
ক. 'ঈমান' অর্থ কী?
উত্তর: ঈমান শব্দের অর্থ - বিশ্বাস।
খ. 'সালাত' এর আরকান কয়টি?
উত্তর: সালাতের আরকান ৬টি, আবার কারো কারো মতে-৭টি।
গ. 'সাওম' শব্দের অর্থ কী?
উত্তর: 'সাওম' শব্দের অর্থ- বিরত থাকা, পোড়ানো, আত্মসংযম ইত্যাদি।
ঘ. 'আখলাক' অর্থ কী?
উত্তর: আখলাক শব্দের অর্থ চরিত্র।
ঙ. 'যাকাত' অর্থ কী?
উত্তর: যাকাত মব্দের অর্থ বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া ইত্যাদি।
চ. 'হজ্জ'-এর মীকাত কয়টি?
উত্তর: হজ্জের মীকাত ৭টি।
ছ. পৃথিবীর প্রথম লিখিত সংবিধান কী?
উত্তর: পৃথিবীর প্রথম লিখিত সংবিধান 'মদিনা সনদ'।
জ. হুদায়বিয়ার সন্ধি কখন সংঘটিত হয়েছিল?
উত্তর: ষষ্ঠ হিজরীতে।
ঝ. 'আল-আমরু বিল মারুফ' অর্থ কী?
উত্তর: সৎ কাজে আদেশ দেয়া।
ঞ. 'খলিফা' অর্থ কী?
উত্তর: খলিফা শব্দের অর্থ প্রতিনিধি।
ট. 'খিদমতে খাল্ক' বলতে কী বুঝ?
উত্তর: খিদমতে খালক বলতে সৃষ্টিজগতের সকল জীবের সেবা করাকে বুঝায়।
ঠ. 'উসওয়াতুন হাসানা' অর্থ কী?
উত্তর: 'উসওয়াতুল হাসানা' অর্থ- উত্তম চরিত্র।
খ-বিভাগ
যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও : ৫ × ৪ = ২০
২. সংক্ষেপে ইসলামের ভিত্তিসমূহ আলোচনা কর।
উত্তর সংকেত: অধ্যায়-১, প্রশ্ন নং-২, পৃষ্ঠা নং-১৪ দ্রষ্টব্য।
৩. সালাতের সামাজিক গুরুত্ব লিখ।
উত্তর সংকেত: অধ্যায়-১, প্রশ্ন নং-২৪, পৃষ্ঠা নং-৩৭ দ্রষ্টব্য।
৪. যাকাতের নিসাব আলোচনা কর।
উত্তর সংকেত: অধ্যায়-১, প্রশ্ন নং-৪৬, পৃষ্ঠা নং-৫৮ দ্রষ্টব্য।
৫. সাওমের আধ্যাত্মিক শিক্ষা বর্ণনা কর।
উত্তর সংকেত: অধ্যায়-১, প্রশ্ন নং-৩৪, পৃষ্ঠা নং-৪৬ দ্রষ্টব্য।
৬. হজ্জের ফরয কয়টি ও কি কি?
উত্তর সংকেত: অধ্যায়-১, প্রশ্ন নং-৩৬, পৃষ্ঠা নং-১৪১ দ্রষ্টব্য।
৭. ইসলামে নারীর অর্থনৈতিক মর্যাদা আলোচনা কর।
উত্তর সংকেত: অধ্যায়-২, প্রশ্ন নং-৪, পৃষ্ঠা নং-১৫৩ দ্রষ্টব্য।
৮. ইসলামী সমাজ বলতে কি বুঝ?
উত্তর সংকেত: অধ্যায়-৪, প্রশ্ন নং-১, পৃষ্ঠা নং-৩১৩ দ্রষ্টব্য।
৯. ইসলামী ভ্রাতৃত্বের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
উত্তর সংকেত: অধ্যায়-৪, প্রশ্ন নং-১১, পৃষ্ঠা নং-৩২০ দ্রষ্টব্য।
গ-বিভাগ
যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও : ৫ x ১০ = ৫০
১০. মানব জীবনে শান্তি প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা আলোচনা কর।
উত্তর সংকেত: অধ্যায়-৪, প্রশ্ন-৫, পৃষ্ঠা- ৩১৫।
১১. যাকাতের সংজ্ঞা দাও। যাকাতের অর্থনৈতিক ও সামাজিক তাৎপর্য বর্ণনা কর।
উত্তর সংকেত: অধ্যায়-১, প্রশ্ন নং-২৪, পৃষ্ঠা নং-১১৯ দ্রষ্টব্য।
১২. 'ইবাদত' বলতে কি বুঝ? ইবাদতের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা কর।
উত্তর সংকেত: অধ্যায়-৪, প্রশ্ন নং-১৯, পৃষ্ঠা নং-৩৬৪ দ্রষ্টব্য।
১৩. 'খিলাফত' বলতে কী বুঝ? ইসলামী খিলাফত ব্যবস্থার মূলনীতি আলোচনা কর।
উত্তর সংকেত: অধ্যায়-২, প্রশ্ন নং-৮, পৃষ্ঠা নং-১৫৬ দ্রষ্টব্য।
১৪. 'হুসনুল খুলুক' বলতে কী বুঝ? পবিত্র কুরআন ও হাদীসের আলোকে মানব জীবনে এর গুরুত্ব আলোচনা কর। উত্তর সংকেত: অধ্যায়-৩, প্রশ্ন নং-৬, পৃষ্ঠা নং-২৩৬ দ্রষ্টব্য।
১৫. 'খিদমতে খালক' কী? আল্লাহর সৃষ্ট জীবের প্রতি মানুষের দায়িত্বগুলো আলোচনা কর।
উত্তর সংকেত: অধ্যায়-৩, প্রশ্ন নং-১০, পৃষ্ঠা নং-২৭২ দ্রষ্টব্য।
১৬. ইসলামী সমাজ ব্যবস্থায় মাতা-পিতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য আলোচনা কর।
উত্তর সংকেত: অধ্যায়-৩, প্রশ্ন নং-১৫, পৃষ্ঠা নং-২৮০ দ্রষ্টব্য।
১৭. কুরআন ও সুন্নাহর আলোকে প্রমাণ কর যে, "ইসলাম একটি শান্তি ও প্রগতির ধর্ম"।
উত্তর সংকেত: অধ্যায়-১, প্রশ্ন নং-৫, পৃষ্ঠা নং-৮৫ দ্রষ্টব্য।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url