বিএ অনার্স প্রথম বর্ষ - পরীক্ষা-২০১৮, বিষয় - ইসলামী দাওয়াহ পরিচিতি
জাতীয় বিশ্ববিদ্যালয়
বিএ (অনার্স) প্রথম বর্ষ; পরীক্ষা-২০১৮ (অনুষ্ঠিত-১৮/০৯/২০১৮)
ইসলামিক স্টাডিজ বিভাগ
বিষয় কোড: 211805
বিষয়: ইসলামি দাওয়াহ পরিচিতি
সময়-৪ ঘণ্টা; পূর্ণমান-৮০
[দ্রষ্টব্য: একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।।
ক-বিভাগ
-। নিচের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও। ১ × ১০ = ১০
(ক) দাওয়াহ কোন ভাষার শব্দ?
(খ) দাওয়াহ-এর মূল উৎস কি?
(গ) 'মুবাল্লিগ' অর্থ কি?
(ঘ) হিরাকল কে ছিলেন?
(ঙ) মদীনার পূর্ব নাম কি?
(চ) 'মাদয়' অর্থ কি?
(ছ) নবি ও রাসূলগণের প্রথম দায়িত্ব কি?
(জ) 'আকিদাহ' শব্দের অর্থ কি?
(ঝ) দাওয়াহ কখন থেকে শুরু হয়েছে?
(ঞ) শাফায়াত অর্থ কি?
(ট) ইসলামের প্রথম যুদ্ধ কোনটি?
(ঠ) পুরুষ ও নারীদের মধ্যে কে সর্বপ্রথম ইসলামের দাওয়াত গ্রহণ করেন?
খ-বিভাগ
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ৪ x ৫ = ২০
ইসলামি দাওয়াহ-এর প্রয়োজনীয়তা সংক্ষেপে লিখ।
২। ৩। দাওয়াহ সম্পর্কিত পবিত্র কুরআনের একটি আয়াত অর্থসহ লিখ।
৪। সাহাবীগণের দাওয়াতের পদ্ধতিসমূহ বর্ণনা কর।
৫ । মুবাল্লিগের চারটি আবশ্যকীয় গুণাবলি বর্ণনা কর।
৬। বাংলাদেশে দাওয়াহ-এর প্রকৃতি সংক্ষেপে লিখ।
৭। দাওয়াহ-এর লক্ষ্যগুলো সংক্ষেপে লিখ।
৮ । সেমিনার ও সিম্পোজিয়ামের মাধ্যমে ইসলামি দাওয়াত কতটা ফলপ্রসূ?
৯। আধুনিক বিশ্বে ইসলামি দাওয়াহ-এর মাধ্যমসমূহ সংক্ষেপে লিখ।
গ-বিভাগ
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ৫ x ১০ = ৫০
১০ । হুদাইবিয়ার সন্ধি ছিল দাওয়াতের একটি কৌশলগত পদ্ধতি আলোচনা কর।
১১। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইসলামি দাওয়াহ-এর ভূমিকা বর্ণনা কর।
১২। পবিত্র কুরআনের ভাষ্য অনুসারে ইসলামি দাওয়াহ-এর রূপরেখা তুলে ধর।
১৩। মহানবি (স.)-এর দাওয়াতী জীবন বিস্তারিতভাবে বর্ণনা কর।
১৪। কুরআন ও সুন্নাহর আলোকে দাঈ-এর দায়িত্ব ও কর্তব্য লিখ।
১৫। দাওয়াতে মহিলা সাহাবীগণের ভূমিকা বিশদভাবে বর্ণনা কর।
১৬। ইসলামি দাওয়াহ-এর ক্ষেত্রে ইসলামি ফাউন্ডেশন বাংলাদেশের ভূমিকা বর্ণনা কর।
১৭। ইসলাম প্রচারে হযরত শাহজালাল (রহ.)-এর অবদান মূল্যায়ন কর।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url