বিএ অনার্স প্রথম বর্ষ - পরীক্ষা-২০১৭, বিষয় - ইসলামী দাওয়াহ পরিচিতি

বিএ অনার্স প্রথম বর্ষ - পরীক্ষা-২০১৭, বিষয় - ইসলামী দাওয়াহ পরিচিতি BA Honors First Year - Exam-2017, Subject - Introduction to Islamic Dawah
জাতীয় বিশ্ববিদ্যালয়

[বিএ (অনার্স) প্রথম বর্ষ; পরীক্ষা-২০১৭ (অনুষ্ঠিত-২১/১০/২০১৭)

ইসলামিক স্টাডিজ বিভাগ

22930653

বিষয় কোড: 211805

বিষয়: ইসলামি দাওয়াহ পরিচিতি

সময়: ঘণ্টা পূর্ণমান: ৮০

[বি:দ্র। একই প্রশ্নের বিভিন্ন অংশের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। 

-বিভাগ

. নিম্নের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও। × ১০ = ১০ 

() দাওয়াহ শব্দের অর্থ কি?

উত্তর: সাহায্য কামনা করা, আহবান করা, দু' করা।

খ) মানুষের চিরশত্রু কে?

উত্তর: ইবলিস শয়তান।

) মাওইযা )موعظة( অর্থ কি?

উত্তর: উপদেশ।

() বাংলাদেশে ধর্ম প্রচারে একটি বিদেশি এন.জি. এর নাম লিখ।

উত্তর: আল আনস ইসলামি বাংলাদেশ।

) হাসানাহ )حسنة( শব্দের অর্থ কি?

উত্তর: উত্তম, কল্যাণ কর।

() বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে?

উত্তর: বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত আলী (রা.)

) নাজ্জাশী কে ছিলেন?

( উত্তর: আবিসিনিয়ার বাদশা।

() সামুদ জাতির প্রতি কোন নবি প্রেরিত হয়েছিলেন?

উত্তর: সালেহ (.) কে।

() 'দারুল আরকাম' কি? উত্তর: ইসলামের প্রথম শিক্ষাকেন্দ্র।

() আলিম সমাজ কাদের উত্তরাধিকারী?

উত্তর: নবীগণ।

() 'বাইয়াতে রিদওয়ান' কি?

উত্তর: 'বাইয়াতে রিদওয়ান'হলো- হুদায়বিয়ার সন্ধির প্রাক্কালে সাহাবাগণ রাসূল (সা) এর হাতে বাইয়াত।

() কত বছর যাবৎ মুহাম্মদ (সা.) গোপনে দাওয়াত দিয়েছেন?

উত্তর: মুহাম্মদ (সা.) গোপনে দাওয়াত দিয়েছেন তিন বছর।

-বিভাগ

[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] x = ২০

. ইসলামি দাওয়াহ এর কৌশল সংক্ষেপে বর্ণনা কর।

. ইসলামি দাওয়াহ এর চারটি পদ্ধতি লিপিবদ্ধ কর।

. ইসলামি দাওয়াহ এর প্রকারভেদ আলোচনা কর।

. বাংলাদেশের ইসলাম প্রচারে ওলীগণের ভূমিকা আলোচনা কর।

. দাওয়াতের ক্ষেত্রে ইমামদের ভূমিকা বর্ণনা কর।

. সমুদ্রপথে আরব বণিকদের বাংলাদেশে ইসলাম প্রচারের বর্ণনা দাও।

. বিশ্বে ইসলামি দাওয়াহ এর সম্ভাবনা তুলে ধর।

. দাঈর পরিচয় দাও।

-বিভাগ

 [যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] ১০ × =৫০

১০. ইসলামি দাওয়াতের উৎপত্তি ক্রমবিকাশ আলোচনা কর।

১১. দাওয়াহ এর সমসাময়িক চ্যালেঞ্জ দাঈ' করণীয় বর্ণনা কর।

১২. বাংলাদেশে অমুসলিম মিশনারীদের তৎপরতার বিবরণ দাও। 

১৩ 'হিকমাহ' 'মাওয়িযা-হাসানাহ' কি? ইসলামি দাওয়াহ এর ক্ষেত্রে 'হিকমাহ' 'মাওয়িযা-হাসানাহ' এর গুরুত্ব বর্ণনা কর।

১৪. সাহাবাগণের দাওয়াহ এর পদ্ধতিসমূহ বর্ণনা কর।

১৫. বাংলাদেশে ইসলামি দাওয়ার সমস্যাগুলো বিস্তারিত আলোচনা কর।

১৬. মহানবি (সা.) ইসলাম প্রচারে কি কি পদ্ধতি অবলম্বন করেছিরেন? বর্ণনা কর।

১৭. ইসলামি দাওয়াতের ক্ষেত্রে প্রিন্টমিডিয়া ইন্টারনেটের ভূমিকা বিস্তারিত বর্ণনা কর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url