বিএ অনার্স প্রথম বর্ষ - পরীক্ষা-২০০৫, বিষয় - ইসলাম পরিচিতি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্নাবলি ও সমাধান
পরীক্ষা ২০০৫ ইসলামিক স্টাডিজ
(ইসলাম পরিচিতি) বিষয় কোড: ২১১৮০৩
সময় - ৪ ঘণ্টা;
[দ্রষ্টব্য: যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও। সকল প্রশ্নের মান সমান।।
পূর্ণমান-১০০;
১. ইসলাম অর্থ কি? "ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।" - আলোচনা কর।
২. যাকাতের সংজ্ঞা দাও। ব্যক্তি ও সমাজ জীবনে যাকাতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর।
৩. হজ্জের আভিধানিক ও পারিভাষিক অর্থ লিখ। হজ্জের অর্থণৈতিক ও আন্তর্জাতিক ও আলোচনা কর।
৪. নারীর মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামের অবদান মূল্যায়ন কর।
৫. খিলাফত বলতে কি বুঝায়? খিলাফতের দায়িত্ব কিভাবে পালন করতে হয়? কুরআন সুন্নাহর দৃষ্টিতে আলোচনা কর।
৬. হুসনুল খুলুক বলতে কি বুঝ? কুরআন ও হাদীসের আলোকে মানব জীবনে এর গুণাগুন আলোচনা কর।
৭. 'ইবাদত' বলতে কি বুঝ? মানব জীবনে এর গুরুত্ব ও তাৎপর্য আলোচনা কর।
৮. ইসলামী ভ্রাতৃত্ব কি? ইসলামী ভ্রাতৃত্বের রূপরেখা বর্ণনা কর।
৯. ইসলামী দাওয়াহ্ -এর সংজ্ঞা দাও। ইসলামী দাওয়াহর গুরুত্ব ও প্রয়োজনীয়তা বর্ণনা কর।
১০. নিম্নলিখিতি যে-কোন দুইটির টীকা লিখ:
ক. ইসলামে মানবাধিকার; খ. সুন্নাহ: গ. খিদমাতে খালক; ঘ. সাওম।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url