বিএ অনার্স প্রথম বর্ষ - পরীক্ষা-২০১৩, বিষয় - ইসলামী দাওয়াহ পরিচিতি

বিএ অনার্স প্রথম বর্ষ - পরীক্ষা-২০১৩, বিষয় - ইসলামী দাওয়াহ পরিচিতি BA Honors First Year - Exam-2013, Subject - Introduction to Islamic Dawah
জাতীয় বিশ্ববিদ্যালয়

[বিএ ( অনার্স) প্রথম বর্ষ; পরীক্ষা-২০১৩ (অনুষ্ঠিত-২৭/০৯/২০১৪)

ইসলামিক স্টাডিজ বিভাগ

বিষয়: ইসলামি দাওয়াহ পরিচিতি

বিষয় কোড: 1854

সময়: ঘণ্টা    পূর্ণমান: ৮০

যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও.   মান- × ১০ = ১০

বিভাগ

. () দাওয়াহ এর সমার্থক শব্দ লিখ।

উত্তর: নিমন্ত্রণ করা, সাহায্য কামনা করা, আহ্বান করা।

) দাওয়াহ এর মূল উদ্দেশ্য কি? (

উত্তর: দাওয়াহ এর মূল উদ্দেশ্য আল্লাহর দ্বীনের প্রসার সমগ্র বিশ্ববাসীর নিকট ইসলাম পৌছানো।

() মাদয়' অর্থ কি?

উত্তর: মাদয়' অর্থ- যাহাকে আহ্বান করা হয়, দাওয়াত দেওয়া হয়।

() শ্রেষ্ঠ জাতি কারা?

উত্তর: শ্রেষ্ঠ জাতি হলো- মানব জাতি/ রাসূল (সা.) এর উম্মতগণ।

() দাঈ অর্থ কি?

উত্তর: দাঈ অর্থ- আহ্বানকারী, দাওয়াত দানকারী।

() দাওয়াহ এর চূড়ান্ত লক্ষ্য কি?

উত্তর: দাওয়াহ এর চূড়ান্ত লক্ষ্য হলো- আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।

() মক্কার পূর্বনাম কি?

উত্তর: মক্কার পূর্বনাম হলো- বাক্কা।

() 'বাইয়াতে রিদওয়ান' কি?

উত্তর: 'বাইয়াতে রিদওয়ান'হলো- হুদায়বিয়ার সন্ধির প্রাক্কালে সাহাবাগণ রাসূল (সা.) এর হাতে বাইয়াত

() নবী-রাসূলগণের প্রধান দায়িত্ব কি?

উত্তর: নবী-রাসূলগণের প্রধান দায়িত ইসলামের দাওয়াত প্রদান করা।

() কত বছর যাবত মুহাম্মদ (সা.) গোপনে দাওয়াত দিয়েছেন?

উত্তর: মুহাম্মদ (সা.) গোপনে দাওয়াত দিয়েছেন তিন বছর।

() হযরত দাউদ (.) এর উপর অবতীর্ণ কিতাবের নাম কি?

উত্তর: হযরত দাউদ (.) এর উপর অবতীর্ণ কিতাবের নাম হলো- যাবুর।

() সর্বকালের সব রাসূলগণ কোন ভাষায় দাওয়াত দিয়েছিলেন? উত্তর: মাতৃভাষায়।

[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

-বিভাগ

. ইসলামি দাওয়াহ এর প্রকারভেদ আলোচনা কর। . ইসলামি দাওয়াহ এর চারটি পদ্ধতি লিখ।

. ইসলামি দাওয়ায় উত্তম উপদেশের ব্যবহার প্রক্রিয়া বর্ণনা কর।

. বাংলাদেশে ইসলামি দাওয়ার কার্যক্রম সংক্ষেপে লিখ।

. আরবের লোকেরা রাসূলুলাহ (সা.) এর দাওয়াতের বিরোধিতা করেছিল কেন?

. বিশ্বে ইসলামি দাওয়াহ এর সম্ভাবনা তুলে ধর।

. দাওয়াত দানের মূলনীতিসমূহ উল্লেখ কর।

. বাংলাদেশে সমুদ্রপথে আরব বণিকদের ইসলাম প্রচার সম্পর্কে আলোচনা কর।

-বিভাগ

[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।।

১০ x = ৫০

১০. ইসলামি দাওয়াহ এর বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।

১১. মহানবী (সা.) এর দাওয়াতি জীবন বিস্তারিতভাবে বর্ণনা কর।

১২. মুসলিম বিশ্বে অমুসলিম মিশনারিদের তৎপরতা বর্ণনা কর।

১৩, দাওয়াহএর সমসাময়িক চ্যালেঞ্জ দাঈ' করণীয় সম্পর্কে বর্ণনা কর।

১৪. বাংলাদেশে ইসলামি দাওয়াহএর সমস্যাগুলো বিস্তারিতভাবে বর্ণনা কর।।।

১৫. দাওয়াতি কাজে আধুনিক মিডিয়ার ব্যবহার প্রয়োগ সম্পর্কে আলোচনা কর।

১৬. বাংলাদেশে ইসলাম প্রচার ওলিগণের ভূমিকা আলোচনা কর।

১৭. ইসলামি দাওয়াহ এর ক্ষেত্রে ইসলামি ফাউন্ডেশন বাংলাদেশের অবদান বর্ণনা কর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url