বিএ অনার্স প্রথম বর্ষ - পরীক্ষা-২০১০, বিষয় - ইসলামী দাওয়াহ পরিচিতি
[বিএ
(অনার্স) প্রথম বর্ষ; পরীক্ষা-২০১০ (অনুষ্ঠিত-২০১১)।
বিষয়
কোড: 1854
বিষয়:
ইসলামি দাওয়াহ পরিচিতি
সময়:
৪ ঘন্টা পূর্ণমান: ১০০
ক-বিভাগ
(নিম্নের যে কোনো বিশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও) ১ × ২০ = ২০
১. (ক) দাওয়াহ শব্দের অর্থ কি?
উত্তর: দাওয়াহ শব্দের অর্থ আহ্বান করা, ডাকা, সাহায্য কামনা করা।
(খ) দাওয়াহ এর মূল উদ্দেশ্য কি?
উত্তর: দাওয়াহ এর মূল উদ্দেশ্য আল্লাহর দ্বীনের প্রসার ও প্রচার।
(গ) শ্রেষ্ঠ জাতি কারা?
উত্তর: মানব জাতি/রাসূল (সা.) এর উম্মতগণ।
(ঘ) তবলিগ শব্দের অর্থ কি?
উত্তর: তবলিগ শব্দের অর্থ প্রচার করা।
(ঙ) আল্লাহ তায়ালা মহানবী (সা.) কে বিশ্ববাসীর জন্য কি হিসাবে প্রেরণ করেছেন? উত্তর: আল্লাহ তায়ালা মহানবী (সা.) কে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন।
চ) নবী রাসূলগণের প্রধান দায়িত্ব কি? (
উত্তর: নবী রাসূলগণের প্রধান দায়িত্ব আল্লাহর বাণী প্রচার করা।
(ছ) হযরত নূহ (আ.) কত বছর দাওয়াতি কাজ পরিচালনা করেন?
উত্তর: ৯৫০ বছর।
(জ) মিশরের জেলখানায় কোন নবী বন্দি ছিলেন?
উত্তর: হযরত ইউসুফ (আ.)।
(ঝ) বাংলাদেশে ধর্ম প্রচারে একটি বিদেশি NGO এর নাম বল।
উত্তর: খ্রিস্টান মিশনারি।
(ঞ) ইসলামি দাওয়াহ এর মূল উদ্দেশ্য কি?
উত্তর: আল্লাহর দ্বীনের প্রসার ও প্রচার।
(ট) কুরআনে সর্বশেষ মজলুম দাঈ হিসাবে কাকে আখ্যায়িত করা হয়েছে?
উত্তর: হযরত মুহাম্মদ (সা.) কে।
( ঠ) সর্বকালের সকল নবী রাসূলগণ কোন ভাষায় দাওয়াত দিয়েছিলেন?
উত্তর: মাতৃভাষায়।
(ড) দাওয়াতি কাজে রাসূল (সা.) জীবনকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
উত্তর: দুইভাগে।
(চ) দারুল আরকান কি?
উত্তর: ইসলামের প্রথম শিক্ষাকেন্দ্র।
জ্যোভিরুন ইসলামি দাওয়াহ পরিচিতি
(ণ) মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে?
উত্তর: হযরত খাদিজা (রা.)।
(ত) মদিনার পূর্বনাম কি?
উত্তর: ইয়াসরিব।
(খ) ইসলামের প্রথম যুদ্ধ কোনটি এবং কত সালে?
উত্তর: বদর যুদ্ধ, ৬২৪ সালে।
(দ) দাওয়াহ এর চূড়ান্ত লক্ষ্য কি?
উত্তর: সত্যকে বিজয়ী করা।
(ধ) হিকমাত বলতে কি বুঝ?
উত্তর: প্রজ্ঞা।
(ন) মুবালিগ অর্থ কি?
উত্তর: প্রচারকারী।
(প) হাদি অর্থ কি?
উত্তর: হেদায়েত দানকারী/পথপ্রদর্শক
(ফ) রাসূল (সা.) এর দাওয়াতি পত্রগুলোর মূল বিষয়বস্তু কি ছিল?
উত্তর: রাসূল (সা.) এর দাওয়াতি পত্রগুলোর মূল বিষয়বস্তু ছিল হিকমত।
(ব) হিরাকল কে ছিলেন?
উত্তর: হিরাকল ছিলেন রোম সম্রাট।
(ড) মাদয় অর্থ কি?
উত্তর: যাহাকে আহ্বান করা হয়, দাওয়াত দেওয়া হয়।
খ বিভাগ
যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও (৪+8) x ৫ = 80
২. (ক) ইসলামি দাওয়াতের প্রতিপাদ্য বিষয় কি কি?
(খ) ইসলামি দাওয়াতের চারটি পদ্ধতি লিখ।
৩. (ক) দাওয়াতের গুরুত্ব সংক্ষেপে লিখ।
(খ) দাঈর পরিচয় দাও।
৪. (ক) দাওয়াহর লক্ষ্যগুলো সংক্ষেপে লিখ।
(খ) মুবাল্লিগের চারটি গুণাবলি লিখ।
৫. (ক) দাওয়াত শ্রবণের আদবসমূহ লিখ।
(খ) ইসলামি দাওয়াহ এর প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা কর।
৬. (ক) ইসলামি দাওয়ার কৌশল সংক্ষেপে আলোচনা কর।
(খ) ইসলামি দাওয়াতের ক্ষেত্রে 'হিকমত' ও মাওয়িজাহ হাসানাহ' এর গুরুত্ব আলোচনা কর।
৭. (ক) "সন্ধি ও চুক্তির মাধ্যমে দাওয়াত" আলোচনা কর।
(খ) সাহাবাদের দাওয়াতের পদ্ধতিসমূহ আলোচনা কর।
৮. (ক) মুবাল্লিগগণের চারটি বর্জনীয় দোষ উল্লেখ কর। আয়াত মনেকরি
(খ) বাংলাদেশে দাওয়াতের প্রকৃতি সংক্ষেপে লিখ।
৯. (ক) বাংলাদেশে ইসলামি দাওয়ার কার্যক্রম সংক্ষেপে লিখ।
(খ) ইসলাম প্রচারে সহায়ক দু'টি ইলেকট্রটিক মিডিয়ার নাম লিখ।
গ-বিভাগ
(যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও) মান-
১০x৪ = ৪০
১০. ইসলামি দাওয়াতের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর।
১১. রাসূল (সা.) এর দাওয়াতি জীবন স্ববিস্তরে লিখ।
১২. বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় 'ইসলামি দাওয়াহ'এর ভূমিকা আলোচনা কর। ১৩. মহানবী (সা.) ইসলাম প্রচারে কি কি পদ্ধতি অবলম্বন করেছিলেন?
১৪. বাংলাদেশে অমুসলিম মিশনারিদের তৎপরতার বিবরণ দাও। ১৫. বাংলাদেশে ইসলামি দাওয়ার সমস্যাগুলি বিস্তারিত আলোচনা কর।
১৬. বাংলাদেশে ইসলামি দাওয়াতের ক্ষেত্রে গুলিগণের ভূমিকা আলোচনা কর।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url