আল-কুরআন পর্যায়ক্রমে নাযিল হয়েছে কেন? আলোচনা কর। [Why did the Holy Quran Reveal Gradually? Discuss.] জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০১৪ [অনুষ্ঠিত হয়েছে-২০১৬]

উত্তরপবিত্র কোরআন যদি একসাথে নাজিল হতো, তাহলে রাসূল (সাঃ) তাঁর সাহাবোদের পক্ষে একসাথে অনেকগুলো নতুন আদেশ পালন কষ্টকর হয়ে যেত। তাই যখন যে আয়াতের প্রয়োজন হয়েছে,তখন তাই নাজিল হয়েছে।   প্রসঙ্গে আল্লাহ বলেন, "কাফিররা বলে, তাঁর উপর সমগ্র কোরআন একত্রে নাজিল হলো না কেন? আমি এভাবেই অবতীর্ণ করেছি আপনার হৃদয়কে তার দ্বারা মজবুত করার জন্য এবং আমি তা ক্রমশ নাযিল করেছি" (সুরা ফুরকান-৩২) একই কথা বলা হয়েছে সুরা বনী ইসরাঈলের ১০৬ নং আয়াতে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url