ইসলামি দাওয়াহ পরিচিতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

() দাওয়াহ কোন ভাষার শব্দ?

দাওয়াত" শব্দটি আরবি ভাষা থেকে আগত হয়েছে।

() দাওয়াহ-এর মূল উৎস কি?

দাওয়াহ শব্দের অর্থ কি

দাওয়াহ শব্দের অর্থ হলো আহ্বান করা, ডাকা, আমন্ত্রণ জানানো, কোন কিছু চাওয়া ইত্যাদি। পরিভাষায়, আল্লাহর দিকে অর্থাৎ আল্লাহর দেয়া জীবন বিধানের দিকে আহ্বান করা। অথবা, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা নিয়ে এসেছেন, যা সংবাদ দিয়েছেন তা সত্যসহকারে মানা এবং যা আদেশ করেছেন তা অনুসরণের জন্য কাউকে ডাকা বা ঈমান আনার জন্য আহ্বান করা।

() 'মুবাল্লিগ' অর্থ কি?

মুবাল্লিগ অর্থ প্রচার-প্রসারকারী। মুবাল্লিগে দ্বীন বলতে বুঝায় দ্বীনের প্রচার-প্রসারকারীকে।

 

() হিরাকল কে ছিলেন?

() মদীনার পূর্ব নাম কি?

মদিনা শরিফের পূর্ব নাম ইয়াসরিব।

যেদিন বনু সালেম ইবনে আওফের মহল্লায় জুমার নামাজ আদায়ের পর রসূল ( ) মদিনায় গমন করেন, সেদিন থেকেই ইয়াসরিবের নাম মদিনাতুর রসূল এর শহর সংক্ষেপে মদিনা হয়ে যায়।

 

'মাদয়' অর্থ কি?

() নবি রাসূলগণের প্রথম দায়িত্ব কি?

নবী-রাসুলদের প্রধানতম দায়িত্ব ছিল মানব জাতিকে আল্লাহর পথে আহ্বান করা

 

() 'আকিদাহ' শব্দের অর্থ কি?

আকিদা শব্দের অর্থ কিবিশ্বাস, আস্থা, ধর্মমত, মতাদর্শ।
এছাড়াও এর অর্থ হলো- পরিপূর্ণ করা, পালন করা ইত্যাদি। যেমন, কুরআন মাজীদে ইরশাদ হয়েছে- وَٱلَّذِينَ عَقَدَتْ أَيْمَـٰنُكُمْ فَـَٔاتُوهُمْ نَصِيبَهُمْ ۚঅর্থাৎ, যারা তোমাদের সাথে কৃত অঙ্গীকারসমূহ পূরণ করে, তাদেরকে তাদের অধিকার প্রদান কর। (সূরা নিসা, আয়াত : ৩৩)

আকীদাহ এর ইংরেজি প্রতিশব্দ হলো- Article of faith, Bind, tie, Confidence, Ideology ইত্যাদি

আকীদাহ এর পারিভাষিক অর্থ : মানুষ ধর্ম হিসেবে যা গ্রহণ করে, তাকে আকিদা বলা হয়। (বলা হয়) তার ভালো আকিদা আছে, অর্থাৎ তার সন্দেহমুক্ত বিশ্বাস আছে।

 

() দাওয়াহ কখন থেকে শুরু হয়েছে?

() শাফায়াত অর্থ কি?

শাফায়াত অর্থ সুপারিশ করা। শাফায়াত সুপারিশকে  বা কারো জন্য কোন বিষয় সম্পর্কে অন্য কারো কাছে কোন অনুরোধ করাকে শাফায়াত বলা হয়। 

শাফায়াতের দ্বারা উদ্দেশ্য হলো- কেয়ামতের দিন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গুনাহগার বান্দাদের জন্য আল্লাহ তা'য়ালার দরবারে সুপারিশ করবেন। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই সম্মান প্রদান করা হয়েছে। কিন্তু তথাপি আল্লাহ তা'য়ালার জালাল (মহাপরাক্রম) জাবারূত (প্রচন্ড প্রতাপ)- এর সম্মানে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুপারিশের অনুমতি প্রার্থনা করবেন। (অতঃপর) যখন অনুমতি পাবেন তখন তিনি সুপারিশ করবেন। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাড়া অন্যান্য নবী-রাসূল, আউলিয়া, শহীদগণও সুপারিশ করবেন। শাফায়াত দ্বারা এটাই উদ্দেশ্য। এটাকেই "শাফায়াত" বলা হয়। কিন্তু বিনা অনুমতিতে কেউই শাফায়াত তথা সুপারিশ করতে পারবে না।

() ইসলামের প্রথম যুদ্ধ কোনটি?

বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ

() পুরুষ নারীদের মধ্যে কে সর্বপ্রথম ইসলামের দাওয়াত গ্রহণ করেন?

পুরুষদের মধ্যে সর্ব প্রথম হযরত আবু বকর (রাঃ) ইসলাম গ্রহণ করেন৷ নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত খাদিজা (রাঃ)

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url