সাহাবীগণের দাওয়াতের পদ্ধতিসমূহ বর্ণনা কর

সাহাবীগণের দাওয়াতের পদ্ধতিসমূহ বর্ণনা কর।

উত্তরসাহাবায়ে কেরাম দাওয়াতের কাজ নিয়ে ছড়িয়ে পড়েছিলেন বিশ্বময়। তাদের দাওয়াতের উসিলায় পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম তরবারির জোরে নয় বরং দাওয়াত এবং সাহাবাদের উন্নত চরিত্রের বদৌলতে প্রসার লাভ করেছে। সাহাবাদের দাওয়াত ছিল একক পদ্ধতির। সেটা হলোমানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দাওয়াত প্রদান করা।  

সাহাবারা নিজেদের জান-মাল  সময় ব্যয় করেদা ওয়াতের কাজ করেছেন। যে কাজে জান-মাল খরচ হয় সে কাজের সঙ্গে ভালোবাসা তৈরি হয়। দাওয়াতের সঙ্গে ছিল সাহাবাদের অসম্ভব ভালোবাসা। তারা ছিলেন দ্বীনের সাহায্যকারী। ফলে আল্লাহতায়ালাও তাদের  জন্য সাহায্যের দরজা উম্মুক্ত রেখেছেন।

দ্বীনদার হওয়া আর দ্বীনের সাহায্যকারী হওয়া এক নয়। দ্বীনের সাহায্যের ওপর আল্লাহর সাহায্যের ওয়াদা রয়েছে। ইরশাদ হয়েছে, ‘তোমরা যদি আল্লাহকে সাহায্য করোতাহলে তিনিও তোমাদের সাহায্য করবেন। ’ আল্লাহকে সাহায্য করার অর্থ তার দ্বীনের সাহায্য করা।  

আল্লাহতায়ালা মানুষকে কষ্ট স্বীকার করার ক্ষমতা দিয়েছেন। আর দ্বীনের জন্য কষ্ট স্বীকার  সহযোগিতার ফলে ইস্তিকামাত তথা দ্বীনের ওপর অবিচল থাকার গুণ সৃষ্টি হয়। যা অত্যন্ত প্রশংসনীয় বিষয়।

সাহাবায়ে কেরাম ছিলেন ইস্তিকামাতের মূর্তপ্রতীক। হজরত আবদুল্লাহ ইবনে হুজাফা (রা.) বন্দি হয়ে রোম সম্রাটের নিকট উপনীত হলে সম্রাট তাকে প্রস্তাব দিলোতুমি ইসলাম ত্যাগ করলে আমার অর্ধরাজত্ব তোমায় লিখে দেব। হজরত আবদুল্লাহ ইবনে হুজাফা (রা.) সম্রাটের  প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন। সম্রাট তাকে লোমহর্ষক নির্যাতনের ভয় দেখালেন। কিন্তু আবদুল্লাহ ইবনে হুজাফা দ্বীনের ওপর অটলঅবিচল। চোখের সামনে কড়াইয়ে তৈল গরম করা হলো, ফুটন্ত তেলে খানিকবাদেই কৈ ভাজা হতে যাওয়া আবদুল্লাহর চোখে মুখে হতাশার লেশমাত্র নেই। সম্রাট ডাকলেন। পাহাড়সম দৃঢ়তা নিয়ে এগিয়ে গেলেন আবদুল্লাহ। সম্রাটের বক্তব্যদ্বীন ত্যাগ করলে মুক্তিনা হয় এখনই নিশ্চিত মৃত্যুর সঙ্গে আলিঙ্গন।আবদুল্লাহ ইবনে হুজাফা অশ্রুসজল নয়নে আশা প্রকাশ করেন, ‘হায়আমার যদি একশ’ প্রাণ থাকতো তাহলে প্রতিটি প্রাণ আল্লাহর জন্য উৎসর্গ করে দিতাম।’ ভরকে গেলো সম্রাট কী  বলে  মুসলমানএরা কোনো ভিনজগতের প্রাণি নয় তোহজরত আবদুল্লাহ ইবনে হুজাফাসহ ধৃত সব সাহাবাকে তাড়াতাড়ি বিদায় দিয়ে সম্রাট স্বস্তির নিঃশ্বাস ফেলল। এভাবেই আল্লাহর সাহায্য ধরা দিয়েছে সাহাবাদের জীবনে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url