বিএ অনার্স ইসলামিক স্টাডিজ ১ম বর্ষ - পরীক্ষা-২০১৪ - বিষয় - ইসলাম পরিচিতি
[২০০৯-২০১০ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী]
বিএ অনার্স প্রথম বর্ষ - পরীক্ষা পরীক্ষা- ২০১৪ [অনুষ্ঠিত-২০১৫]
ইসলামিক স্টাডিজ
বিষয় - ইসলাম পরিচিতি বিষয় কোড: ২১১৮০৩
সময়- ৪ ঘণ্টা
পূর্ণমান-৮০
ক বিভাগ
১. যে কোন ১০টি প্রশ্নের উত্তর দাও: ১০x১ = ১০
ক. আল্লাহর মনোনীত একমাত্র জীবনব্যবস্থা কি?
[What is the only life-style nominated
by Allah?]
উত্তর: আল্লাহর মনোনীত একমাত্র জীবনব্যবস্থা ইসলাম।
খ. ঈমান অর্থ কী?
[What is the meaning of Iman?]
উত্তর: ঈমান শব্দের অর্থ স্বীকৃতি দেয়া, বিশ্বাস করা, মেনে নেয়া।
গ. সালাতের আরকান কয়টি?
[How many Arkan are there in Salat?]
উত্তর: সালাতের আরকান ৬টি।
ঘ. মু'আমালাত অর্থ কি?
[What is the meaning of Muamalat?]
উত্তর: মু'আমালাত অর্থ পারস্পরিক লেনদেন।
৩` আখলাক কত প্রকার ও কী কী?
[How many kinds of Akhlaque and what are
they?]
উত্তর: আখলাক দু'প্রকার। যথা: (১) আখলাকে হামিদাহ ও (২) আখলাকে যামীমা।
চ . 'যাকাত' ব্যয়ের খাত কয়টি?
[How many sectors are of 'Zakart"?]
উত্তর: যাকাতের অর্থ ব্যয়ের খাত ৮টি।
ছ. কখন সাহরী খেতে হয়?
[When is 'Shari' taken?)
উত্তর: সুবহে সাদেকের পূর্বে সাহরী খেতে হয়।
জ. 'হজ্জ' কোন মাসে অনুষ্ঠিত হয়?
in which month does 'Hajj' taken place?]
[ উত্তর: জিলহজ্জ মাসে।
ঝ. সাওম শব্দের অর্থ কি?
[What does the word 'Saom' mean?]
উত্তর: সাওম শব্দের অর্থ পোড়ানো, বিরত থাকা, বর্জন করা, আত্মসংযম করা।
ঞ. খলিফা শব্দের অর্থ কী?
[What is the meaning of Khalipha?]
উত্তর: খলিফা শব্দের অর্থ প্রতিনিধি।
ট. খিদমতে খালক বলতে কি বুঝ?
[What do you mean by Khidmat-e-Khalque?]
উত্তর: সৃষ্টির প্রতি সদ্ব্যবহার বুঝায়।
ঠ. 'উসওয়াতুন হাসানা' শব্দের অর্থ কী?
[What is the meaning of 'Oswatun
Hasana'?]
উত্তর: 'উসওয়াতুন হাসানাহ' অর্থ উত্তম জীবনাদর্শ।
খ বিভাগ
যে কোন ৫টি প্রশ্নের উত্তর দাও : ৪x৫=২০
২. সংক্ষেপে ইসলামের ভিত্তিসমূহ আলোচনা কর।
উত্তর সংকেত: অধ্যায়-১, প্রশ্ন নং-২, পৃষ্ঠা নং-১৪ দ্রষ্টব্য।
[Discuss briefly the foundations of
Islam?]
৩.
"ঈমান ও ইসলামের" পারস্পরিক সম্পর্ক বর্ণনা কর।
[Describe the interrelation between
"Iman and Islam".]
উত্তর সংকেত: অধ্যায়-১, প্রশ্ন নং-১২, পৃষ্ঠা নং-২৪ দ্রষ্টব্য।
৪. সালাতের আহকাম কয়টি ও কী কী?
[How many Ahkam in Salat and what are
they?]
উত্তর সংকেত: অধ্যায়-১, প্রশ্ন নং-২২, পৃষ্ঠা নং-৩৫ দ্রষ্টব্য।
৫. 'সাওমের' আধ্যাত্মিক গুরুত্ব বর্ণনা কর।
[Describe the spiritual importance of
'Sawm'.]
উত্তর সংকেত: অধ্যায়-১, প্রশ্ন নং-৩৪, পৃষ্ঠা নং-৪৬ দ্রষ্টব্য।
৬. হজ্জের আন্তর্জাতিক গুরুত্ব বর্ণনা কর।
[Describe the international importance
of Hajj.]
উত্তর সংকেত: অধ্যায়-১, প্রশ্ন নং-৬৪, পৃষ্ঠা নং-৭২ দ্রষ্টব্য।
৭. নারীর মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামের অবদান সংক্ষেপে লিখ।
[Write briefly the contribution of Islam
to establish the status of woman.]
উত্তর সংকেত: অধ্যায়-১, প্রশ্ন নং-৩, পৃষ্ঠা নং-১৫২ দ্রষ্টব্য।
৮. ইসলামি সমাজ বলতে কী বুঝ?
[What do you mean by Islamic society?]
উত্তর সংকেত: অধ্যায়-৪, প্রশ্ন নং-১, পৃষ্ঠা নং-৩১৩ দ্রষ্টব্য।
৯. ইসলামী ভ্রাতৃত্বের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
[Narrate briefly the Islamic
'Brotherhood'.]
উত্তর সংকেত: অধ্যায়-৪, প্রশ্ন নং-১১, পৃষ্ঠা নং-৩২০ দ্রষ্টব্য।
যে কোন ৫টি প্রশ্নের উত্তর দাও :
গ বিভাগ
১০. মানব জীবনে শান্তি প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা আলোচনা কর। [Discuss the role of
Islam in establishing peace in human
life.] ১১. যাকাতের সংজ্ঞা দাও। যাকাতের অর্থনৈতিক ও সামাজিক তাৎপর্য বর্ণনা কর।
[Define Zakats. Describe the economic
and social significance of zakat.]
উত্তর সংকেত: অধ্যায়-১, প্রশ্ন নং-২৪, পৃষ্ঠা নং-১১৯ দ্রষ্টব্য।
১২ . খিলাফত বলতে কি বুঝ? ইসলামী খিলাফত ব্যবস্থার মূলনীতি আলোচনা কর।
[What is meant by Khilafat?Discuss the
principles of Islamic Khilafat.]
উত্তর সংকেত: অধ্যায়-২, প্রশ্ন নং-২৪, পৃষ্ঠা নং-২১৭ দ্রষ্টব্য।
১৩. 'ইবাদত' বলতে কি বুঝ? ইবাদতের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা কর।
[What do you mean by 'Ibadath'? Discuss
the importance And significance of 'Ibadath'?]
উত্তর সংকেত: অধ্যায়-৪, প্রশ্ন নং-১৯, পৃষ্ঠা নং-৩৬৪ দ্রষ্টব্য।
১৪. খিদমতে খালক কী? আল্লাহর সৃষ্ট জীবের প্রতি মানুষের দায়িত্বগুলো আলোচনা কর।
[What is Khidmat-e-Khalque? Discuss the
duties of man to the creation of Allah.]
উত্তর সংকেত: অধ্যায়-৩, প্রশ্ন নং-৯, পৃষ্ঠা নং-২৭০ দ্রষ্টব্য।
১৫. হুসনুল খুলুক বলতে কি বুঝ? পবিত্র কুরআন ও হাদীসের আলোকে মানব জীবনে এর গুরুত্ব আলোচনা কর।
[What do mean by 'Husnul Khuluque?
Discuss the importance and significance of Husnul
Khuluque in human Life?]
উত্তর সংকেত: অধ্যায়-৩, প্রশ্ন নং-৩, পৃষ্ঠা নং-২৫৯ দ্রষ্টব্য।
১৬. ইসলামী সমাজ ব্যবস্থায় মাতা-পিতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য আলোচনা কর।
[Discuss the duties and responsibilities of children towards their parent in the Islam cocial system.]
উত্তর সংকেত: অধ্যায়-৩, প্রশ্ন নং-১৫, পৃষ্ঠা নং-২৮০ দ্রষ্টব্য।
১৭. কুরআন সুন্নাহর আলোকে প্রমাণ কর যে ইসলাম একটি শান্তি ও প্রগতির ধর্ম।
[Establish with reference of the Quran and Hadith that Islam is a religion of peace and progress.]
উত্তর সংকেত: অধ্যায়-১, প্রশ্ন নং-৫, পৃষ্ঠা নং-৮৫ দ্রষ্টব্য।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url