বিএ অনার্স ইসলামিক স্টাডিজ ১ম বর্ষ - পরীক্ষা-২০১৪ - বিষয় - ইসলাম পরিচিতি

বিএ অনার্স ইসলামিক স্টাডিজ ১ম বর্ষ - পরীক্ষা-২০১৪ - বিষয় - ইসলাম পরিচিতি BA Honors Islamic Studies 1st Year - Exam-2014 - Subject - Introduction to Islam
[২০০৯-২০১০ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী]

বিএ অনার্স প্রথম বর্ষ - পরীক্ষা পরীক্ষা২০১৪ [অনুষ্ঠিত-২০১৫]

ইসলামিক স্টাডিজ

বিষয় - ইসলাম পরিচিতি  বিষয় কোড২১১৮০৩

সময় ঘণ্টা পূর্ণমান-৮০

 

বিভাগ

. যে কোন ১০টি প্রশ্নের উত্তর দাও:        ১০x১ = ১০

. আল্লাহর মনোনীত একমাত্র জীবনব্যবস্থা কি?

[What is the only life-style nominated by Allah?]

উত্তর: আল্লাহর মনোনীত একমাত্র জীবনব্যবস্থা ইসলাম।

. ঈমান অর্থ কী?

[What is the meaning of Iman?]

উত্তর: ঈমান শব্দের অর্থ স্বীকৃতি দেয়া, বিশ্বাস করা, মেনে নেয়া।

. সালাতের আরকান কয়টি?

[How many Arkan are there in Salat?]

উত্তর: সালাতের আরকান ৬টি।

. মু'আমালাত অর্থ কি?

[What is the meaning of Muamalat?]

উত্তর: মু'আমালাত অর্থ পারস্পরিক লেনদেন।

` আখলাক কত প্রকার কী কী?

[How many kinds of Akhlaque and what are they?]

উত্তর: আখলাক দু'প্রকার। যথা: () আখলাকে হামিদাহ () আখলাকে যামীমা।

. 'যাকাত' ব্যয়ের খাত কয়টি?

[How many sectors are of 'Zakart"?]

উত্তর: যাকাতের অর্থ ব্যয়ের খাত ৮টি।

. কখন সাহরী খেতে হয়?

[When is 'Shari' taken?)

উত্তর: সুবহে সাদেকের পূর্বে সাহরী খেতে হয়।

. 'হজ্জ' কোন মাসে অনুষ্ঠিত হয়?

in which month does 'Hajj' taken place?]

[ উত্তর: জিলহজ্জ মাসে।

. সাওম শব্দের অর্থ কি?

[What does the word 'Saom' mean?]

উত্তর: সাওম শব্দের অর্থ পোড়ানো, বিরত থাকা, বর্জন করা, আত্মসংযম করা।

. খলিফা শব্দের অর্থ কী?

[What is the meaning of Khalipha?]

উত্তর: খলিফা শব্দের অর্থ প্রতিনিধি।

. খিদমতে খালক বলতে কি বুঝ?

[What do you mean by Khidmat-e-Khalque?]

উত্তর: সৃষ্টির প্রতি সদ্ব্যবহার বুঝায়।

. 'উসওয়াতুন হাসানা' শব্দের অর্থ কী?

[What is the meaning of 'Oswatun Hasana'?]

উত্তর: 'উসওয়াতুন হাসানাহ' অর্থ উত্তম জীবনাদর্শ।

বিভাগ

যে কোন ৫টি প্রশ্নের উত্তর দাও : x=২০

. সংক্ষেপে ইসলামের ভিত্তিসমূহ আলোচনা কর।

উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-, পৃষ্ঠা নং-১৪ দ্রষ্টব্য।

[Discuss briefly the foundations of Islam?]

. "ঈমান ইসলামের" পারস্পরিক সম্পর্ক বর্ণনা কর।

[Describe the interrelation between "Iman and Islam".]

উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-১২, পৃষ্ঠা নং-২৪ দ্রষ্টব্য।

. সালাতের আহকাম কয়টি কী কী?

[How many Ahkam in Salat and what are they?]

উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-২২, পৃষ্ঠা নং-৩৫ দ্রষ্টব্য।

. 'সাওমের' আধ্যাত্মিক গুরুত্ব বর্ণনা কর।

[Describe the spiritual importance of 'Sawm'.]

উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-৩৪, পৃষ্ঠা নং-৪৬ দ্রষ্টব্য।

. হজ্জের আন্তর্জাতিক গুরুত্ব বর্ণনা কর।

[Describe the international importance of Hajj.]

উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-৬৪, পৃষ্ঠা নং-৭২ দ্রষ্টব্য।

. নারীর মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামের অবদান সংক্ষেপে লিখ।

[Write briefly the contribution of Islam to establish the status of woman.]

উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-, পৃষ্ঠা নং-১৫২ দ্রষ্টব্য।

. ইসলামি সমাজ বলতে কী বুঝ?

[What do you mean by Islamic society?]

উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-, পৃষ্ঠা নং-৩১৩ দ্রষ্টব্য।

. ইসলামী ভ্রাতৃত্বের সংক্ষিপ্ত বর্ণনা দাও।

[Narrate briefly the Islamic 'Brotherhood'.]

উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-১১, পৃষ্ঠা নং-৩২০ দ্রষ্টব্য।


যে কোন ৫টি প্রশ্নের উত্তর দাও x ১০ = ৫০

বিভাগ

১০. মানব জীবনে শান্তি প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা আলোচনা কর। [Discuss the role of

Islam in establishing peace in human life.] ১১. যাকাতের সংজ্ঞা দাও। যাকাতের অর্থনৈতিক সামাজিক তাৎপর্য বর্ণনা কর।

[Define Zakats. Describe the economic and social significance of zakat.]

উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-২৪, পৃষ্ঠা নং-১১৯ দ্রষ্টব্য।

১২ . খিলাফত বলতে কি বুঝ? ইসলামী খিলাফত ব্যবস্থার মূলনীতি আলোচনা কর।

[What is meant by Khilafat?Discuss the principles of Islamic Khilafat.]

উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-২৪, পৃষ্ঠা নং-২১৭ দ্রষ্টব্য।

১৩. 'ইবাদত' বলতে কি বুঝ? ইবাদতের গুরুত্ব তাৎপর্য আলোচনা কর।

[What do you mean by 'Ibadath'? Discuss the importance And significance of 'Ibadath'?]

উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-১৯, পৃষ্ঠা নং-৩৬৪ দ্রষ্টব্য।

১৪. খিদমতে খালক কী? আল্লাহর সৃষ্ট জীবের প্রতি মানুষের দায়িত্বগুলো আলোচনা কর।

[What is Khidmat-e-Khalque? Discuss the duties of man to the creation of Allah.]

উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-, পৃষ্ঠা নং-২৭০ দ্রষ্টব্য।

১৫. হুসনুল খুলুক বলতে কি বুঝ? পবিত্র কুরআন হাদীসের আলোকে মানব জীবনে এর গুরুত্ব আলোচনা কর।

[What do mean by 'Husnul Khuluque? Discuss the importance and significance of Husnul

Khuluque in human Life?]

উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-, পৃষ্ঠা নং-২৫৯ দ্রষ্টব্য।

১৬. ইসলামী সমাজ ব্যবস্থায় মাতা-পিতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য আলোচনা কর।

[Discuss the duties and responsibilities of children towards their parent in the Islam cocial system.] 

উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-১৫, পৃষ্ঠা নং-২৮০ দ্রষ্টব্য।

১৭. কুরআন সুন্নাহর আলোকে প্রমাণ কর যে ইসলাম একটি শান্তি প্রগতির ধর্ম।

[Establish with reference of the Quran and Hadith that Islam is a religion of peace and progress.] 

উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-, পৃষ্ঠা নং-৮৫ দ্রষ্টব্য।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url