বিএ অনার্স ইসলামিক স্টাডিজ ১ম বর্ষ - পরীক্ষা-২০১২ - বিষয় - ইসলাম পরিচিতি

বিএ অনার্স ইসলামিক স্টাডিজ ১ম বর্ষ - পরীক্ষা-২০১২ - বিষয় - ইসলাম পরিচিতি BA Honors Islamic Studies 1st Year - Exam-2012 - Subject - Introduction to Islam
[২০০৯-২০১০ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী]

বিএ অনার্স প্রথম বর্ষ - পরীক্ষা পরীক্ষা২০১২

ইসলামিক স্টাডিজ

বিষয় - ইসলাম পরিচিতি  বিষয় কোড২১১৮০৩

সময় ঘণ্টা পূর্ণমান-১০০

বিভাগ

যে কোন বিশটি প্রশ্নের উত্তর দাও: × = ২০

. . 'ইসলাম' শব্দের অর্থ কী?

[What does the word 'Islam' mean?]

উত্তর: ইসলাম শব্দের অর্থ নিরাপত্তা লাভ করা, আনুগত্য করা, আত্মসমর্পণ করা।

. ঈমান অর্থ কী?

[What is the meaning of Iman?]

উত্তর: ঈমান শব্দের অর্থ স্বীকৃতি দেয়া, বিশ্বাস করা, মেনে নেয়া।

. সালাত শব্দটি কয়টি অর্থে ব্যবহৃত হয়?

[How may meaning is Salat used for?]

উত্তর : চারটি।

. সালাতের আরকান কয়টি?

[How many Arkan are there in Salat?]

উত্তর: সালাতের আরকান ৬টি।

. সাওম শব্দের অর্থ কী?

[What does the word 'Sawm' mean?]

উত্তর: সাওম শব্দের অর্থ পোড়ানো, বিরত থাকা, বর্জন করা, আত্মসংযম করা।

. কুরআন মাজীদে সালাতের সাথে কোন ইবাদতের কথা উল্লেখ করা হয়েছে?

 [Which prayer has been mentioned with Salat in the Holy Quran?]

উত্তর: যাকাতের কথা উল্লেখ করা হয়েছে।

. আখলাক কত প্রকার কী কী?

[How many kinds of Akhlaque and what are they?]

উত্তর: আখলাক দু'প্রকার। যথা: () হামিদাহ () যামীমা।

. 'যাকাত' শব্দের দুইটি অর্থ লিখ।

[Write two meaning of the word 'Zakat'?]

উত্তর: পবিত্রতা, প্রবৃত্তি।

. 'যাকাত' ব্যয়ের খাত কয়টি?

[How many sectors are of 'Zakart'?]

উত্তর: যাকাতের অর্থ ব্যয়ের খাত ৮টি।

. হজ্জ শব্দের অর্থ লিখ।

[Write the meaning to Hajj.]

উত্তর: হজ শব্দের অর্থ ইচ্ছা করা, সংকল্প করা।

. 'হজ্জ' কোন মাসে অনুষ্ঠিত হয়?

[In which month does 'Hajj' take place?]

উত্তর: জিলহজ্জ মাসে।

. মীকাত কী?

[What is Mikat?]

উত্তর: ইহরাম বাধার স্থান।

. 'আশরাফুল মাখলুকাত' শব্দের অর্থ কী?

[What does the word 'Asraful Makhluqat' mean?]

উত্তর: সৃষ্টির সেরা জীব।

. সর্বপ্রথম নবী কে ছিলেন?

[Who was the first Prophet?]

উত্তর: হযরত আদম ()

. খলিফা শব্দের অর্থ কী?

[What is the meaning of Khalipha?]

উত্তর: প্রতিনিধি।

. মানবজাতির আদি পিতার নাম কী?

[What is the name of fore father of mankind?]

উত্তর: হযরত আদম ()

. মানুষকে আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন?

[Why Allah has created the man?]

উত্তর: ইবাদতের জন্য।

. "মায়ের পদতলে সন্তানের বেহেশত" কোথায় বর্ণিত হয়েছে?

[Where has it described "the Heaven is under the feet of mother"?]

উত্তর: হাদিসে।

. খিদমতে খালক বলতে কি বুঝ?

[What do you mean by Khidmat-e-Khalque?]

উত্তর: সৃষ্টির প্রতি সদ্ব্যবহার।

. ইবাদত কার উদ্দেশ্যে করা হয়?

 [To whom is prayer offered?]

উত্তর: আল্লাহর উদ্দেশ্যে।

. সহীফা অর্থ কী?

[What does the Sahifa mean?]

উত্তর: পুস্তিকা।

. পিতা-মাতার প্রতি ইহসানের নির্দেশকে দিয়েছেন?

[Who has given the order of 'lhsan' toward the parents?]

উত্তর: মহান আল্লাহ তায়ালা।

. পিতা-মাতা বৃদ্ধ হলে তাদের প্রতি কি উচ্চারণ করা যাবে না?

[What should not be uttered to parents at their old age?]

উত্তর: 'উহ' শব্দ।

. 'উসওয়াতুন হাসানা' শব্দের অর্থ কী?

[What is the meaning of 'Oswatun Hasana?]

উত্তর: উত্তম জীবনাদর্শ।

বিভাগ

যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও :  (8+8) x = ৪০

 

.. ইসলামি শিক্ষা বলতে কি বুঝ?

[What do you mean by Islamic studies?]

উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-, পৃষ্ঠা নং-১৫ দ্রষ্টব্য।

. "ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা" সংক্ষেপে আলোচনা কর।

[Discuss briefly "Islam is a complete code of life".] উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-, পৃষ্ঠা নং-৮৫ দ্রষ্টব্য।

. . ঈমান বলতে কি বুঝ?

[What do you mean by Iman?]

উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-, পৃষ্ঠা নং-২১ দ্রষ্টব্য।

. "ঈমান ইসলামের" পারস্পরিক সম্পর্ক বর্ণনা কর।

[Describe the interrelation between "Iman and Islam".]

. . সালাত কী?

 [What is 'Salat'?]

উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-১৮, পৃষ্ঠা নং-৩১ দ্রষ্টব্য।

. সালাতের আহকাম কয়টি কী কী?

[How many Ahkam in Salat and what are they?]

উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-২২, পৃষ্ঠা নং-৩৫ দ্রষ্টব্য।

. . 'সাওম' এর সংজ্ঞা দাও।

[Define 'Sawm'.]

উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-২৮, পৃষ্ঠা নং-৪১ দ্রষ্টব্য।

. 'সাওমের' আধ্যাত্মিক গুরুত্ব বর্ণনা কর।

[Describe the spiritual importance of 'Sawm'.]

উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-৩৩, পৃষ্ঠা নং-৪৫ দ্রষ্টব্য।

.. হজ্জের আভিধানিক পারিভাষিক অর্থ লিখ।

[Write the literary and terminological meaning of Hajj.]

উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-৫৬, পৃষ্ঠা নং-৬৭ দ্রষ্টব্য।

. হজ্জের আন্তর্জাতিক গুরুত্ব বর্ণনা কর।

[Describe the international importance of Hajj.]

উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-৬৪, পৃষ্ঠা নং-৭২ দ্রষ্টব্য।

.. ইসলাম-পূর্ব যুগে নারীর অবস্থা কেমন ছিল?

[What was the condition of women before Islamic period?]

উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-১৯, পৃষ্ঠা নং-১৬৪ দ্রষ্টব্য।

. নারীর মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামের অবদান সংক্ষেপে লিখ।

[Write briefly the contribution of Islam to establish the status of woman.]

উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-, পৃষ্ঠা নং-১৫২ দ্রষ্টব্য।

. . ইসলামি সমাজ বলতে কি বুঝ?

[What do you mean by Islamic society?]

উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-, পৃষ্ঠা নং-৩১৩ দ্রষ্টব্য।

. ইসলামি ভ্রাতৃত্বের সংক্ষিপ্ত বর্ণনা দাও।

[Narrate briefly the Islamic brotherhood.]

উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-১১, পৃষ্ঠা নং-৩২০ দ্রষ্টব্য।

. . মানব সৃষ্টির ইতিহাস সংক্ষেপে বর্ণনা কর।

[Describe the history of the creation of human in short.]

উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-, পৃষ্ঠা নং-১৫১ দ্রষ্টব্য।

. আশরাফুল মাখলুকাত হিসাবে মানুষের মর্যাদা লিখ।

[Write the dignity of man as "Asraful Makhluqat".] উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-১০, পৃষ্ঠা নং-১৮৯ দ্রষ্টব্য

বিভাগ

যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও : ১০ x = ৪০

১০. যাকাতের সংজ্ঞা দাও। যাকাতের অর্থনৈতিক সামাজিক তাৎপর্য বর্ণনা কর।

[Define Zakats. Describe the economic and social significance of zakat.] উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-২৪, পৃষ্ঠা নং-১১৯ দ্রষ্টব্য।

১১. কুরআন সুন্নাহর আলোকে প্রমাণ কর যে ইসলাম একটি শান্তি প্রগতির ধর্ম।

[Establish with reference of the Quran and Hadith that Islam is a religion of peace and progress.]

উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-, পৃষ্ঠা নং-৮৫ দ্রষ্টব্য।

১২. খিদমতে খালক কী? আল্লাহর সৃষ্ট জীবের প্রতি মানুষের দায়িত্বগুলো আলোচনা কর।

[What is Khidmat-e-Khalque? Discuss the duties of man to the creation of Allah.] উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-, পৃষ্ঠা নং-২৭০ দ্রষ্টব্য।

১৩. নারীর মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামের অবদান মূল্যায়ন কর।

[Evaluate the contribution of Islam towards the estalishment of women dignity.] উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-, পৃষ্ঠা নং-১৮৪ দ্রষ্টব্য।

১৪. 'ইবাদত' বলতে কি বুঝ? ইবাদতের গুরুত্ব আলোচনা কর।

[What do you mean by 'Ibadath"? Discuss the importance of 'Ibadath'?]

উত্তব সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-১৮, পৃষ্ঠা নং-৩৬৪ দ্রষ্টব্য।

১৫. ইসলামি ভ্রাতৃত্ব কী? ইসলামি ভ্রাতৃত্বের রূপরেখা বর্ণনা কর।

[What is Islamic brotherhood? Describe the structure of Islamic brotherhood.]

উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-২২, পৃষ্ঠা নং-৩৬৯ দ্রষ্টব্য।

১৬. মানবজীবনে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা আলোচনা কর।

[Discuss the role of Islam in estalishing peace and security in human life.]

উত্তর সংকেত: অধ্যায়-, প্রশ্ন নং-৩৬, পৃষ্ঠা নং-৩৯১ দ্রষ্টব্য।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url