বিএ অনার্স প্রথম বর্ষ - পরীক্ষা-২০০৭, বিষয় - ইসলাম পরিচিতি
ইসলামিক স্টাডিজ
বিষয় - ইসলাম পরিচিতি
বিষয় কোড: ২১১৮০৩
১. "ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা " আলোচনা কর।
২. যাকাতের সংজ্ঞা দাও। যাকাতের অর্থনৈতিক ও সামাজিক তাৎপর্য আলোচনা কর।
৩. হজ্জের আভিধানিক ও পারিভাষিক অর্থ লিখ। হজ্জের অর্থনৈতিক ও আন্তর্জাতিক গুরুত্ব আলোচনা কর।
৪. নারীর মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামের অবদান মূল্যায়ন কর।
৫. খিলাফত বলতে কি বুঝ? ইসলামি খিলাফত ব্যবস্থায় মূলনীতি আলোচনা কর।
৬. হুসনুল খুলুক বলতে কি বুঝ? মনের জীবনে- এর গুরুত্ব ও তাৎপর্য আলোচনা কর।
৭. 'ইবাদত বলতে কি বুঝ? মানব জীবনে -এর গুরুত্ব ও তাৎপর্য আলোচনা কর।
৮. খিদমতে খালক্ বলতে কি বুঝায়? সৃষ্টির সেবায় মানুষের দায়িত্ব ও কর্তব্য আলোচনা কর।
৯. 'দাওয়াই'-এর সংজ্ঞা দাও। কুরআন ও হাদীসের আলোকে একজন "দায়ী'র বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১০. নিম্নলিখিত যে-কোন দু'টির টীকা লিখ:
ক. ইসলামে মানবাধিকার; খ. সুন্নাহ:
গ. ইসলামি ভ্রাতৃত্বঃ ঘ. সাওম।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url